<p>ABP Ananda LIVE: বর্ধমান মেডিক্যাল কলেজের ১০ সাসপেন্ডেড পড়ুয়াকে ক্লাস করার অনুমতি । সাসপেন্ডেড ছাত্র-ছাত্রীকে ক্লাস করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । গত ১১ অক্টোবর এই পড়ুয়াদের সাসপেন্ড করেছিল কলেজ কাউন্সিল । এই পড়ুয়াদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছিল । এই সব পড়ুয়াদের ক্লাস এবং হস্টেলে ঢোকা নিষিদ্ধ করে কলেজ কাউন্সিল । বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, এই সাসপেন্ডেড পড়ুয়ারা ক্লাস করতে পারবেন । তবে এখনই হস্টেলে ঢুকতে পারবেন না এই পড়ুয়ারা।</p>
<p>আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিকে এমনই এক আবহে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে ফিরহাদের সমর্থন এবার পাশে দাঁড়িয়েছেন মদন মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।’ </p>
<p>এদিন মদন মিত্র বলেন, এর মধ্যে এফআইআর এর কী হবে আমি জানি না। ফলে ধরুন, যারা টিয়া পাখি নিয়ে বসে, এই দিন অমুকের মৃত্যু হবে, অমুকের জন্ম হবে, অমুক এই দিন চন্দ্রযানে যাবে, এই সবেই তো এফআইআর হওয়া উচিত। এফআইআর-টা কেন ? ভবিষ্যত বক্তব্যের জন্য তো ? মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই। </p>
Source link
বর্ধমান মেডিক্যাল কলেজের ১০ সাসপেন্ডেড ছাত্র-ছাত্রীকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের
Read Time:2 Minute, 10 Second