<p>ABP Ananda Live: বাংলার ৬ উপনির্বাচনে সবুজ ঝড়, ফের বিজেপির ভরাডুবি। মেদিনীপুর বিধানসভাও হাতছাড়া। মেদিনীপুরে ৩৩ হাজার ১৯০ ভোটে জয়ী তৃণমূল। উপনির্বাচনে জয়ী হলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। কোচবিহারে সিতাই বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতল তৃণমূল। সেখানে প্রার্থী ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়। বিপুল ভোটে জয়ী হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। হাড়োয়ায় ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।এদিন সকাল থেকেই হাড়োয়া কেন্দ্রে ক্রমশ পাল্লা ভারী হতে দেখা গিয়েছিল শাসকদলের। নৈহাটির পর এবার মাদারিহাট। মাদারিহাটে ৩০ হাজার ৩০৯ ভোটে জয়ী তৃণমূল। শনিবার গণনাপর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারিহাটে। </p>
<p>আরও খবর, উপনির্বাচনে বিপুল জয় তৃণমূলের। দলকে অভিনন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লিখলেন, ‘জমিদারদের আখ্যান, সংবাদমাধ্যম এবং কলকাতা হাইকোর্টের একাংশ বাংলাকে যেভাবে বদনাম চেষ্টা ভেস্তে দিলেন মানুষ। মাদারিহাটের মানুষকে বিশেষ করে ধন্যবাদ, এই প্রথম বার আমাদের আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য’।</p>
Source link
উপনির্বাচনে বিপুল জয় তৃণমূলের, ৬ কেন্দ্রেই জয়ী তৃণমূল
Read Time:2 Minute, 1 Second