পূর্ব বর্ধমান: প্রেমিকা আত্মহত্যা করেন কয়েকদিন আগেই। আর এবার ভয়ঙ্কর পদক্ষেপ প্রেমিকের। প্রেমিকার শোকে আত্মহত্যার পথ বেছে নিলেন প্রেমিক। ঘটনায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চিত্তরঞ্জন ছাত্রাবাসে শোকের ছায়া।
মৃত ছাত্রের নাম অর্জুন মাল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে বোটানি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন অর্জুন। এদিন সকালে অর্জুনের সহপাঠীরা তাঁকে ডেকে সাড়া পাচ্ছিলেন না। দরজায় ধাক্কা দেয় দিয়ে ঘরে ঢোকেন তাঁরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকেই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজে পাঠায়। পরিবার সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন ধরেই অর্জুন মানসিক অবসাদে ভুগছিলেন। একটি মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। অর্জুনের বাবার অভিযোগ, মেয়ের বাড়ির লোক জোর করে অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল। মেয়েকে তাঁরা মারধর করতেন বলেও অভিযোগ তাঁর। এরপরই আত্মহত্যা করেন এই তরুণী। সেই আত্মহত্যা করলেন অর্জুনও। ঘটনায় শোকের ছায়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।
আরও পড়ুন: Tangra News Update: ট্যাংরায় ৩ জনকেই খুন করা হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ
আরও দেখুন