NOW READING:
ভরসন্ধেয় শক্তিগড়ে গুলি চলার অভিযোগ, আতঙ্ক
March 6, 2025

ভরসন্ধেয় শক্তিগড়ে গুলি চলার অভিযোগ, আতঙ্ক

ভরসন্ধেয় শক্তিগড়ে গুলি চলার অভিযোগ, আতঙ্ক
Listen to this article



<p>ABP Ananda Live: ভরসন্ধেয় শক্তিগড়ে গুলি চলার অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, গতকাল দুপুরে ৫-৬ জন হিন্দিভাষী যুবক শক্তিগড়ের হিরাগাছি গ্রামে একটি ভাড়া নেয়। তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় শক্তিগড় থানায় খবর দেওয়া হয়। &nbsp;পুলিশ গিয়ে আগন্তুকদের পরিচয় জানতে চাইতেই ওই যুবকরা একটি গাড়িতে চড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের দিকে পালানোর চেষ্টা করে। রেল গেট বন্ধ থাকায় তাদের গাড়ি আটকে পড়ে। উল্টোদিকে পুলিশের গাড়ি দেখে দুষ্কৃতীরা গাড়ি ঘুরিয়ে পালানোর সময় ট্র্যাক্টর, বাইক ও টোটোকে ধাক্কা মারে। অভিযোগ, লোকজন জড়ো হয়ে যাওয়ায় শূন্যে গুলি ছুড়ে পালায় দুষ্কৃতীরা। পিছু ধাওয়া করেও তাদের নাগাল মেলেনি। গুলি চলেছে কি না, তা স্পষ্ট করেনি শক্তিগড় থানার পুলিশ। &nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>হাইকোর্টের নির্দেশের পর ইন্দ্রানুজের অভিযোগের পরিপ্রেক্ষিতে FIR দায়ের পুলিশের</strong></p>
<p>হাইকোর্টের নির্দেশের পর ইন্দ্রানুজের অভিযোগের পরিপ্রেক্ষিতে FIR দায়ের পুলিশের। গতকাল FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ছাত্র। ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে FIR-এর নির্দেশ হাইকোর্টের। রাজ্যের কাছে ১২ মার্চের মধ্যে রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ</p>



Source link