বাজেটে ঢালাও শরিকি-বরাদ্দ, প্রতিবাদে নীতি-আয়োগের বৈঠক বয়কট

Estimated read time 1 min read
Listen to this article


 CM Stalin Boycott Niti Aayog Meet On Union Budget 2024:বাজেটে ঢালাও শরিকি-বরাদ্দ, প্রতিবাদে নীতি-আয়োগের বৈঠক বয়কট। নীতি আয়োগের বৈঠক বয়কটে কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অসাম্যের বাজেটের অভিযোগে নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত। ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক, বঞ্চনার অভিযোগ কংগ্রেসের । কেন্দ্রীয় বাজেটকে পক্ষপাতমূলক এবং ভয়ঙ্কর বলে অভিযোগ । যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বাজেটের অভিযোগ কংগ্রেসের। কংগ্রেসের পথে হেঁটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরও বৈঠক বয়কট। নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত এম কে স্ট্যালিনেরও। 

 

তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ, বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ । বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ । বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র ।বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা । বাজেটে বিহারে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণা । অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি বরাদ্দ
বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর । বাজেটে বাংলার প্রাপ্তি: কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর। বন্যা নিয়ন্ত্রণে অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ । ‘বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ কোটি টাকা বরাদ্দ’। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য । কেন্দ্রীয় বাজেটে বিহারের পর্যটনেও বিশেষ নজর 
১০০ দিনের কাজে বরাদ্দ বাড়ল ২৬ হাজার কোটি টাকা। ৬০ হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে ৮৬ হাজার কোটি টাকা। ABP Ananda LIVE 

 

 



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours