NOW READING:
নির্মলার বাজেটে কৃষি খাতে জোর, দুরন্ত গতি এই স্টকগুলিতে, এখন বিনিয়োগ করবেন ?
February 1, 2025

নির্মলার বাজেটে কৃষি খাতে জোর, দুরন্ত গতি এই স্টকগুলিতে, এখন বিনিয়োগ করবেন ?

নির্মলার বাজেটে কৃষি খাতে জোর, দুরন্ত গতি এই স্টকগুলিতে, এখন বিনিয়োগ করবেন ?
Listen to this article


Best Stocks To Buy: প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনা (PM Dhan Dhanya Scheme) ও কিষাণ ক্রেডিট কার্ডের (Kisan Credit Card) সীমা বাড়াতেই দুরন্ত ছুট দিল বাজারের (Stock Market) এই স্টকগুলি। যদিও সীতারামনের (Nirmala Sitharaman) বাজেটে (Budget 2025) সেভাবে সাড়া দেয়নি মার্কেট (Share Market)। এক সময় বাজেটের পর অনেকটাই পড়ে যায় শেয়ার বাজার। যদিও দিনের শেষে ফ্ল্যাট ক্লোজিং দেয় ইন্ডিয়া শেয়ার মার্কেট (Indian Stock Market)। 

আজ কী হয়েছে বাজারে
আজ বাজেটের দিন ভারতীয় শেয়ারবাজারে সকাল থেকে উত্থান দেখা গেলেও দিনের শেষে লেনদেনের সময় তা কমেছে। এর পর আবারও ঊর্ধ্বমুখী হতে দেখা গেছে দেশীয় বাজারকে। এগ্রি স্টকগুলিতে ভাল লেনদেন হয়েছে। দুরন্ত গতি দেখিয়ছে তারা।

প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনা কী?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনা চালু করার ঘোষণা করেছেন। পাশাপাশি আজ বাজেটে কিষাণ ক্রেডিট কার্ডের সীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করেছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় ডালের উৎপাদন বাড়াতে সরকারের বিশেষ নজেরের কথা বলেছেন অর্থমন্ত্রী। এখানেই শেষ নয়, তুলা উৎপাদনের জন্য অর্থমন্ত্রী তুলা চাষিদের একটি নতুন মিশন চালু করার ঘোষণা করেছেন। যাতে তুলা চাষিরা উপকৃত হবেন। এর পাশাপাশি কৃষকদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়ানোর দিকেও নজর দেওয়া হবে। ডাল উৎপাদনে ভারতকে শীর্ষস্থানীয় করে তোলার পাশাপাশি ফল ও সবজি চাষীদের জন্য নতুন ইসেনটিভ চালু করা হবে, যা কৃষিক্ষেত্রে অগ্রগতির দিকে নিয়ে যাবে দেশকে।

কৃষি শেয়ারে বড় বৃদ্ধি
এদিন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, রাজ্য সরকারের সহযোগিতায় দেশের 100টি জেলায় প্রথমে প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনা কার্যকর করা হবে। কৃষি খাতের জন্য বাজেট ঘোষণার পর শেয়ারবাজারে কৃষিপণ্যের ব্যাপক লাফ লক্ষ্য করা গেছে।

কোন কোন কৃষি কোম্পানির শেয়ার বেড়েছে
১ কাবেরি সিড কোম্পানির শেয়ার 13.49 শতাংশ বেড়ে 1020.70 টাকায় ট্রেড করেছে।
২ নাথ বায়ো-জেনস 5.77 শতাংশ বেড়ে 178.60 টাকার মধ্যে ট্রেড করেছে।
৩ বেয়ার ক্রপ সায়েন্স শেয়ার 0.67 শতাংশ বেড়ে 5,148.25 টাকায় উঠেছে।
৪ মঙ্গলম বীজ 7.09 শতাংশ বেড়ে 222 টাকায় দেখা গেছে।
৫ ধানুকা এগ্রিটেক 2.61 শতাংশ বেড়ে 1479.35 টাকায় উঠেছে।
৬ ইউপিএল 0.94 শতাংশ বেড়ে 609 টাকায় ট্রেড করছিল।
৭ প্যারাদীপ ফসফেটসের শেয়ার 2.75 শতাংশ বেড়ে 115.90 টাকায় ট্রেড করছে।
৮ রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজারের শেয়ার 0.95 শতাংশ বেড়ে 164.75 টাকা হয়েছে।

Budget 2025: বিমায় ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ? কী কী সুবিধা পাবেন বিমা গ্রাহকরা? প্রিমিয়ামে কি মিলবে ছাড়?

আরও দেখুন



Source link