NOW READING:
ভাঙলেন নিজেরই রেকর্ড, ৭৭ মিনিটে বাজেট পেশ নির্মলা সীতারমণের
February 2, 2025

ভাঙলেন নিজেরই রেকর্ড, ৭৭ মিনিটে বাজেট পেশ নির্মলা সীতারমণের

ভাঙলেন নিজেরই রেকর্ড, ৭৭ মিনিটে বাজেট পেশ নির্মলা সীতারমণের
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> টানা আটবার বাজেট পেশ করে যেমন রেকর্ড গড়েছেন নির্মলা সীতারমণ। তেমনই তাঁর বাজেট বক্তৃতাও রেকর্ড ভেঙেছে। ২০২০ সালে আড়াই ঘণ্টারও বেশি চলেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণ। এবার ৭৭ মিনিটের জনমোহিনী বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ।</p>
<p>দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী। টানা আটবার বাজেট পেশের রেকর্ড তাঁরই দখলে। আটবার আটরকম শাড়ি পরে তৈরি করেছেন নিজস্ব ব্র্যান্ড। এর পাশাপাশি, দীর্ঘতম বাজেট বক্তৃতার রেকর্ডও নির্মলা সীতারমণের ঝুলিতে। ২০২৫ এবার তৃতীয় মোদি সরকারের ২০২৫-&rsquo;২৬ অর্থবর্ষের বাজেট পেশ করতে নির্মলা সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৭ মিনিট। ৭৭ মিনিটের ভাষণে মধ্যবিত্তের স্বস্তি বাড়িয়ে আয়করে বিপুল ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।<br /><br />এর আগে, ২০১৯ ২০১৯ সালে দ্বিতীয় মোদি সরকারের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণের প্রথম বাজেট বক্তৃতার সময় ছিল ২ ঘণ্টা ১৭ মিনিট। হিন্দি, তামিল, উর্দু এবং সংস্কৃত, তাঁর বাজেট ভাষণ ছিল। নানা ভাষার সমাহার। ১৩৭ মিনিটের বক্তৃতায় একফোঁটা জলও খাননি নির্মলা। ২০২০-তে সব রেকর্ড ছাপিয়ে যান নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট ভাষণ চলেছিল ২ ঘণ্টা ৪১ মিনিট ধরে। অসুস্থ হয়ে পড়ায় বক্তৃতা কাটছাঁট করতে হয়। ২০২১ <a title="করোনা" href="https://bengali.abplive.com/topic/COVID-19" data-type="interlinkingkeywords">করোনা</a>কালে ২০২১-এ প্রথমবার কাগজহীন বাজেট ভাষণ দেন নির্মলা সীতারমণ। লাল রঙের মখমলে মোড়া ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ট্যাবলেট। সেবার নির্মলার বাজেট ভাষণ ছিল ১ ঘণ্টা ৪০ মিনিটের। ২০২২ সালে বাজেট পেশের দিন ১ ঘণ্টা ৩২ মিনিট ভাষণ দিয়েছিলেন নির্মলা। ২০২৩ সালে ১ ঘণ্টা ২৭ মিনিট বাজেট বক্তৃতা করেন নির্মলা। ২০২৪-এ লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট পেশ করতে সবথেকে কম মাত্র ৫৬ মিনিট সময় নিয়েছিলেন। গত বছর লোকসভা ভোটের পর নির্মলা সীতারমণের বাজেট বক্তৃতার সময় ছিল ১ ঘণ্টা ২৫ মিনিট।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;<br /><br />সবথেকে ছোট বাজেট বক্তৃতার রেকর্ড অবশ্য হিরুভাই মুলজিভাই প্যাটেলের। ১৯৭৭ সালে ইন্দিরা সরকারের পতনের পর মোরারজি দেশাইয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে হিরুভাইয়ের বাজেট ভাষণ ছিল মাত্র ৮০০ শব্দের।</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Madan Mitra: দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে : মদন মিত্র" href="https://bengali.abplive.com/district/tmc-mla-madan-mitra-controversial-comment-against-part-of-party-members-1118182" target="_self">Madan Mitra: দলের মধ্যে একটা ব্যাপক টাকার লেনদেন হচ্ছে : মদন মিত্র</a></strong></p>



Source link