কলকাতা: একজন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি পরিচালক (Legendary director)। অপরজন বঙ্গ রাজনীতির অন্যতম স্তম্ভ (Legendary Politician), রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মুখোমুখি বসে। হাতে এক তোড়া গোলাপ। এই ছবিই পোস্ট করে আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন কুণাল সেন। ছবিতে অবশ্যই মৃণাল সেন ও বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১৭ সালে, শেষবার পরিচালকের সঙ্গে রাজনীতিকের সাক্ষাৎ।
মৃণাল-বুদ্ধদেব সাক্ষাৎ, ছবি পোস্ট পরিচালক পুত্রের
সকালেই মেলে দুঃসংবাদ। রাজনীতির দুনিয়ায় ইন্দ্রপতন, দল-মত-পেশা নির্বিশেষে সকল বঙ্গবাসীর একই বক্তব্য। পাম অ্যাভিনিউয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০। দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। বারবার গুরুতর অসুস্থ হয়েছেন। চিকিৎসকদের চেষ্টায়, অগুন্তি মানুষের প্রার্থনায় ফিরে এসেছেন সুস্থ হয়ে। কিন্তু ৮ অগাস্ট সেই সুযোগ তিনি আর দিলেন না। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। আজ সকালে প্রাতঃরাশ সারার পর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ দুপুরে পাম অ্যাভিনিউর বাড়ি থেকে শেষবারের জন্য বের করা হয় তাঁকে। যেখানে আর ফিরবেন না তিনি। মরদেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে। ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত, টানা ১১ বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সকলে। তাঁকে স্মরণ করে এদিন একটি অমূল্য ছবি পোস্ট করেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন কুণাল সেন। টেবিলের দুই দিকে দুই কিংবদন্তি। একজন চলচ্চিত্র জগতের, অপরজন রাজনীতির দুনিয়ার। সাদা, হাফ হাতা ফতুয়ায় মৃণাল সেন, মাথায় সাদা ধবধবে চুল। অপর দিকে সাদা পাঞ্জাবীতে বুদ্ধদেব ভট্টাচার্য, মাথায় সাদা চুল। দু’জনের চোখেই কালো ফ্রেমের চশমা। হাতে লাল গোলাপের তোড়া। এই ছবি পোস্ট করে কুণাল সেন এদিন লেখেন, ‘১৫ মে, ২০১৭ – শেষবার যখন তিনি আমাদের বাড়িতে এসেছিলেন আমার বাবার সঙ্গে দেখা করতে…’। ২০১৮ সালে ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃণাল সেন। তার প্রায় সাড়ে ৫ বছর পর প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা। কেউ লিখলেন, ‘সময়ের আঘাতেও অমলিন থেকে যাবে। আমাদের ছোটবেলার শিক্ষক এঁরা। আজ অভিভাবক হারানোর শূন্যতা ও যন্ত্রণা।’ আবার কেউ লিখলেন, ‘এই ছবি বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়ির দেওয়ালে টাঙানো রয়েছে। আমি আজ দেখলাম।’
আরও পড়ুন: Tollywood on Buddhadeb Bhattacharjee: ‘একজন আসল নায়ক.. ভাল থাকুন স্যার’.. প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ টলিউডের
আগামীকাল সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশে নিয়ে যাওয়া হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ। সকাল ১১ থেকে ১১টা ৩০ পর্যন্ত বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন। বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত মজফ্ফর আহমেদ ভবনে রাখা থাকবে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহ। সাড়ে ৩টে থেকে ৩টে ৪৫ পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে জানানো হবে শেষশ্রদ্ধা। বিকেল ৪টেয় এনআরএস হাসপাতালে দেহদান করা হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন