সুকান্ত মুখোপাধ্যায়, রিষড়া: ঘরে ফেরেননি পাকিস্তানের হাতে আটক বাঙালি বিএসএফ জওয়ান (BSF Jawan Detained) রিষড়ার পুনমকুমার সাউ। ছেলের পথ চেয়ে বাবা-মা। স্বামীর অপেক্ষাক রাত জাগছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যুতে মোদি সরকার যখন একের পর এক কড়া কূটনৈতিক পদক্ষেপ করছে, সেই প্রেক্ষাপটে, এই ছবি দেখার পর থেকেই ভয়ে সিঁটিয়ে রয়েছে আটক BSF জওয়ানের পরিবার।
এখনও মেলেনি খোঁজ জওয়ানের: সকলে পাক রেঞ্জার্স কোনও জবাব না দিলেও, দুপুরে হল ফ্ল্যাগ মিটিং। তবে পাকিস্তানের তরফে এখনও ইতিবাচক কোনও সাড়া মেলেনি। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ নেই পাক-বাহিনীর হাতে আটক বাঙালি BSF জওয়ানের। বাড়িতে বৃ্দ্ধ বাবা মা। অপেক্ষার প্রহন গুনছেন পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়া জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী। পাক-বাহিনীর হাতে আটক বাঙালি BSF জওয়ানের বাবা ভোলানাথ সাউ বলেন, “ওর স্ত্রীর অবস্থা খারাপ, ওর মায়ের অবস্থা খারাপ। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সবাইকে আবেদন করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে ছাড়ানো হোক।”
BSF জওয়ান পুনমকুমার সাউয়ের (৩৭) বাড়ি হুগলির রিষড়ায়। পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন। ১৮ বছর ধরে সীমান্ত রক্ষার দায়িত্ব সামলাচ্ছেন। সূত্রের খবর, টহল দেওয়ার সময় ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে যান তিনি। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। আটক BSF জওয়ানের এই চোখ বাঁধা ছবি প্রকাশ করেছে পাকিস্তান। ফ্ল্যাগ মিটিং হলেও পাকিস্তানের তরফে এখনও মেলেনি ইতিবাচক কোনও সাড়া। জওয়ানের পথ চেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাবা, অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী। জওয়ানের মা দেবান্তি সাউ বলেন, “আর চার দিন হয়ে গেল। সোমবার রাতে কথা হয়েছিল। তারপর আর কথা হয়নি।”
৬ বছর আগের বিমান ভেঙে পাকিস্তানের হাতে আটক হন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্য়াপ্টেন অভিনন্দন বর্তমান। তারপর তাঁকে ফিরিয়ে দিয়েছিল পাকিস্তান। যদিও দুটো দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত খোঁজ নেই বাংলার জওয়ানের। বৃহস্পতিবার পুনমের বাড়িতে যান স্থানীয় তৃণমূল ও বিজেপির নেতারা। পুনমের স্ত্রীকে ফোনে আশ্বস্ত করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, “এই জায়গায় মনে হচ্ছে, পাকিস্তান অনেক বদমায়েশি করবে, ছাড়ার হলে কিন্তু ছেড়ে দিত। পাকিস্তান এটা প্রতিহিংসা নিচ্ছে।”
আরও দেখুন