জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পোষ্যের আক্রমণে ফের মর্মান্তিক মৃত্যু! এবার এক পোষ্য জার্মান শেফার্ড কামড়ে, ছিঁড়ে, খুবলে মারল ৯০ বছরের এক বৃদ্ধাকে। বাড়িতেই পোষ্য কুকুরের আক্রমণের শিকার হন ওই বৃদ্ধা। একাধারে মর্মান্তিক ও ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাওয়াতপুরে। পোষ্য জার্মান শেফার্ডের আক্রমণে বাড়িতেই বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন উত্তরপ্রদেশ পুলিসের ডিসিপি ওয়েস্ট আরতি সিং।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
জানা গিয়েছে, মৃতার নাম মোহিনী ত্রিবেদী। তিনি কিছু কাজের জন্য উঠোনে বেরলে জার্মান শেফার্ডটি তাঁকে উদ্দেশ করে চিৎকার করতে শুরু করে। চিৎকারে বিরক্ত হয়ে মোহিনী দেবী তাকে একটি লাঠি দিয়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গেই পালটা মোহিনী দেবীর উপর চড়াও হয় পোষ্য জার্মান শেফার্ড। মোহিনী দেবীর মাথা, মুখ, হাত, পেট সহ সারা শরীর কামড়ে খুবলে দেয় হিংস্র কুকুর। গুরুতর জখম অবস্থায় মোহিনী দেবীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার সময় মোহিনী দেবীর পুত্রবধূ কিরণ ত্রিবেদী ও নাতি ধীর বাড়িতেই উপস্থিত ছিলেন। কিন্তু তাদের পা ভাঙা থাকায়, তাঁরা পোষ্য কুকুরের আক্রমণ উদ্ধারে ছুটে আসতে পারেনি বলে জানা গিয়েছে। খবর যায় পুলিসে। পুলিস, কানপুর পুরনিগমের টিম নিয়ে এসে উদ্ধার করে ওই বৃদ্ধাকে। হাসপাতালে নিয়ে যায় তাঁকে। অন্যদিকে জার্মান শেফার্ডটিকে ভেটিনারি পুরনিগমের দফতরে নিয়ে আসে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। ওদিকে পোষ্যকে ফেরত পেতে কানপুর পুরনিগমের কাছে লিখিত আর্জি জানিয়েছেন জার্মান শেফার্ডের মালিক, মৃতার ছেলে, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধীর প্রশান্ত ত্রিবেদী।
প্রসঙ্গত, ছেলের পোষ্যের আক্রমণে বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও উত্তরপ্রদেশে-ই একই ঘটনা ঘটেছে। এর আগে লখনউতে ছেলের আদরের পোষ্য পিটবুল পেট চিরে মারে ৮২ বছরের বৃদ্ধা মাকে! ফাঁকা বাড়িতে ছেলের পোষ্যের আক্রমণের শিকার হয়েছিলেন ওই বৃদ্ধাও।
আরও পড়ুন, Meerut Husband Murder Update: স্বামী সৌরভকে খুন করতে প্রেমিকের ‘মৃত মা’ সেজে স্ন্যাপচ্যাটে প্রেমিককে মেসেজ মুসকানের! ৪ মাস আগেই কেনে…
আরও পড়ুন,Meerut Husband Murder Update: ‘হোলিতে মেরঠে আসছিস?’ বোনকে প্রশ্ন ‘ড্রামবন্দি মৃত’ দাদার! সৌরভের হোয়াটসঅ্যাপ চ্যাটে হাড়হিম সত্যি ফাঁস…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)