NOW READING:
Chandpur Shocker: বোনের বিয়েতে বিদেশ থেকে ঘরে ফেরাই কাল হল, বাইক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ২ ভাইয়ের
March 4, 2025

Chandpur Shocker: বোনের বিয়েতে বিদেশ থেকে ঘরে ফেরাই কাল হল, বাইক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ২ ভাইয়ের

Chandpur Shocker: বোনের বিয়েতে বিদেশ থেকে ঘরে ফেরাই কাল হল, বাইক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ২ ভাইয়ের
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবার সঙ্গে ইতালিতে থাকতেন অভি(১৭) ও নিলয়(২০)। বাংলাদেশের চাঁদপুরে ফিরেছিল কাকার মেয়ের বিয়ে উপলক্ষ্য়ে। আর দেশে ফেরাই যেন কাল হল। সোমবার রাত ১০টা নাগাদ চাঁদপুরের পুরানো বাজার বালিকা বিদ্যালয়ের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের।

আরও পড়ুন-অর্থনীতিতে তোলপাড়! মাত্র ৬ ঘণ্টায় আম্বানিরা খোয়ালেন ৩৫ হাজার কোটি টাকা…

কীভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা? স্থানীয়দের দাবি, এদিন রাতে চাঁদপুরের পুরানো বাজার এলাকা থেকে একটি বাইকে চড়ে নতু বাজারের দিকে রওনা হয়। বাইকের গতি ভালোই ছিল। পুরনো বাজার এলাকায় ওই স্কুলে সামনে এসে তাদের বাইককে ধাক্কা মারে একটি নামী কোম্পানির পণ্যবাহী ভ্যান। ঘটনাস্থলেই লুটিয়ে পডে দুজন। স্থানীয় মানুষজন তাদের সঙ্গে সঙ্গেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে।

চাঁদপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা বিল্লাল হোসেন বলেন, হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয় এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পথে নিলয়ের মৃত্যু হয়। পরিবারের লোকজন জানায়, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সঙ্গে ইতালি থাকেন। তাদের কাকার মেয়ের বিয়ে উপলক্ষ্যে দেশে এসেছিল।

চাঁদপুর সদর থানার পুলিসের তরফে জানানো হয়েছে, ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান দু’টি মরদেহের সুরতাহল করেছেন। দুর্ঘটনায় কবলিত বাইক ও ভ্যানটি বাজেয়াপ্ত করে থানায় আনা হয়েছে। ভ্যানের চালক পালিয়েছে এবং ভ্যানের খালাসি থানা হেফাজতে রয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ভ্যান জব্দ করা হয়েছে এবং সহকারী আটক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link