NOW READING:
Dilip Ghosh Marriage: ফোনেও নেমতন্ন মেলেনি! মন খারাপ, তবু দাদাকে শুভেচ্ছা দিলীপের ভাই ও পরিবারের…
April 18, 2025

Dilip Ghosh Marriage: ফোনেও নেমতন্ন মেলেনি! মন খারাপ, তবু দাদাকে শুভেচ্ছা দিলীপের ভাই ও পরিবারের…

Dilip Ghosh Marriage: ফোনেও নেমতন্ন মেলেনি! মন খারাপ, তবু দাদাকে শুভেচ্ছা দিলীপের ভাই ও পরিবারের…
Listen to this article


সৌরভ চৌধুরী: অবশেষে বিয়ের পিঁড়িতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছিল কানাঘুষো। সন্ধে গড়াতেই সামনে এল পাকা খবর। গতকাল থেকে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল দিলীপ ঘোষ। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। 

শুক্রবার তাঁর নিউ টাউনের বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক দিলীপ। আড়ম্বর পছন্দ নয় দিলীপের তাই ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হবে। আমন্ত্রিতের সংখ্যাও হাতে গোনা। কাছের মানুষদের উপস্থিতিতেই হবে রেজিস্ট্রি, এমনটাই খবর। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনি বিবাহবিচ্ছিন্না। তাঁর একটি ছেলেও রয়েছে, যাঁর বয়স ২৫ বছর, সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত। 

আরও পড়ুন: গাইলেন, নাচলেন, করলেন মিষ্টিবিলি! দিলীপের বিয়ের খুশিতে আনন্দে মাতলেন দিলীপের ‘ঘোর প্রতিদ্বন্দ্বী’ তৃণমূলনেতা…

দিলীপের ঘনিষ্ঠমহলের দাবি, গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর রিঙ্কুই প্রথম একসঙ্গে সংসার বাঁধার প্রস্তাব দেন। রাজনীতির কারণেই প্রথমে বিয়েতে  রাজি হননি দিলীপ। পরবর্তীতে মায়ের কথায় নাকি বিয়েতে রাজি হন দিলীপ। কানাঘুষো, গত ৩ এপ্রিল ইডেনে আইপিএলে কেকেআরের ম্যাচ দেখতে দেখতে নাকি পাকা কথা হয়। 

দিলীপের প্রেম বৃত্তান্ত আশ্চর্যের বিষয় হলেও পাড়া-প্রতিবেশী তো দূরের কথা, নিজের ভাই, বৌদি কিংবা পরিবারের অন্য কেউই জানতেন না এই বিয়ের কথা। সংবাদমাধ্যমের সূত্রেই প্রথম জানতে পারেন তাঁরা। যদিও কিছুটা অভিমান রয়ে গেছে পরিবারের সদস্যদের মধ্যে, তবে দাদার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে কারও কার্পণ্য নেই। 

আরও পড়ুন: ‘নেমন্তন্ন করলে খুব ভালো হত’, ৬১-র দিলীপকে বিয়ের শুভেচ্ছা বিধায়কের

পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন—সকলেই দিলীপ ঘোষের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। অনেক দেরিতে হলেও সংসার জীবন শুরু করার এই সিদ্ধান্তে খুশি হয়েছেন তাঁর আপনজনেরা।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link