জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার হরিয়ানার রোথাক জেলায় বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার হয় কংগ্রেস মহিলাকর্মীর স্যুটকেসবন্দি দেহ। জানা যায়, নিহত মহিলা ২২ বছরের হিমানী নারওয়াল। হিমানীর মৃতদেহ উদ্ধারের পরই পুলিস একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে। ইতোমধ্যে পুলিসের চারটি দল অপরাধীদের খুঁজছে।
পুলিস সূত্রে খবর, হিমানীর ময়নাতদন্তে জানা গিয়েছে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। অন্যদিকে, হিমানীর পরিবার তার খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত মৃতদেহ দাহ করবে না জানিয়েছে।
হিমানীর মা সবিতা জানিয়েছে, দলের কিছু নেতারা তাঁর মেয়ের ছোট বয়সে রাজনৈতিক উত্থানে হিংসা করত। তিনি বলেন, ‘অভিযুক্তের মধ্যে দলেরই কেউ হতে পারে, কারণ কেউ কেউ তার রাজনৈতিক উত্থান সহ্য করতে পারছিল না।’ হরিয়ানার মন্ত্রী এবং বিজেপি নেতা অনিল ভিজ সবিতার মন্তব্যের পাল্টা উত্তর দিয়ে বলেন, ‘হিমানীর মায়ের অভিযোগ অত্যন্ত গুরুতর।’ অনিল ভিজ আরও বলেন, ‘এগিয়ে যাওয়া, অন্যদের পিছনে ঠেলে দেওয়া, এটাই কংগ্রেসের পুরনো সংস্কৃতি।’
আরও পড়ুন:WB Weather Update: কয়েকদিনেই তাপমাত্রার বাড়বাড়ন্ত! বসন্তেই হাঁসফাঁস অবস্থা, কী বলছে আবহাওয়া অফিস?
এদিকে, হরিয়ানা কংগ্রেস নেতারা হিমানিকে একজন সক্রিয় দলীয় কর্মী ছিলেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় তাঁকে অংশগ্রহণ করতে দেখা যায়। হিমানী আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। এবং প্রায় এক যুগ ধরে তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন।
সূত্রের খবর, হিমানীর পরিবারের সঙ্গে এটাই সবচেয়ে ভয়ংকর ঘটনা নয়। ১৪ বছর আগে তার বড় ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছিল। এবং সেই ঘটনার তার বাবা আত্মহত্যা করে মারা যান। যিনি একজন বিএসএফ কর্মচারী ছিলেন এবং তার মৃত্যুর পর, হিমানির মা দিল্লিতে চাকরি নেন। জীবনে একাধিকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া সত্ত্বেও থেমে থাকেননি হিমানী। রোহতকে নিজের পৈতৃক বাড়িতে একাই থাকতেন এবং সেখান থেকে নিজের পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন হিমানী।
উল্লেখ্য, শনিবার হরিয়ানার রোথাক জেলায় বাস স্ট্যান্ডের কাছ থেকে একটি নীল রঙের স্যুটকেসে উদ্ধার হয় হিমানীর মৃতদেহ। পুলিস সূত্রে জানা যায়, মৃতদেহের গলায় ওড়না পেঁচানো ছিল এবং হাতে মেহেদি লাগানো ছিল। পরনে ছিল নাইট স্যুট। তার পরিবার স্থানীয় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছে, দাবি করেছে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাকে খুন করা হয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)