Rajasthan Shocker: বাজি ফাটানোর নিষেধ শোনেনি ছেলেপুলেরা, বরের বন্ধুর কাণ্ডে রক্তগঙ্গা বিয়েবাড়ি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়েবাড়িতে বাজি ফাটানো নিয়ে মারাত্মক কাণ্ড। কনেপক্ষের লোকজনের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ল বরপক্ষের লোকজন। বিষয়টি ঝগড়াতেই থেমে থাকেনি। ভয়ংকর রেগে গিয়ে কনেপক্ষের লোকজনের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল বরের বন্ধু। ওই ঘটনায় আহত হয়েছেন ৭ জন। প্রাণ হারিয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়।
আরও পড়ুন-রাতে বেছে বেছে ৫টি বাড়িতে আগুন ধরাল এক ব্যক্তি, তোলপাড় এলাকা
কীভাবে ঘটনার সূত্রপাত? পুলিস সূত্রে খবর, বিয়ের রাতে বরযাত্রীর গাড়ি কনের বাড়িতে ঢুকছিল। সেইসময় তাদের গাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল কনপক্ষের ছেলেপুলেরা। বরপক্ষের একটি গাড়ি চালাচ্ছিলেন বরের এক বন্ধু। তিনি তাঁর গাড়ি পার্ক করার চেষ্টা করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ওই বাজি ফাটানো। তিনি কনপক্ষের লোকজনকে বাজি ফাটাতে নিষেধ করেন। কিন্তু তা তারা শোনেনি। এনিয়ে শুরু হয়ে যায় তর্কাতর্কি। আচমকাই ওই বন্ধু গাড়ি গাড়ি কিছুটা ব্যাক করে সামনের জটলার উপর দিয়ে তীব্র গতিতে চালিয়ে দেন।
হঠাত্ করে ঘটে যাওয়া ওই ঘটনায় তোলপাড় শুরু হয়ে যায় ঘটনাস্থলে। দেখা যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন অনেকেই। একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে ওই ব্যক্তির মৃত্য়ু হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান বরের বন্ধু। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিস। আহত ৭ জনকে জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)