কাজ এগোল আরও ধাপ, পরীক্ষায় উতরোলেই বৌবাজারের নিচ দিয়ে ছুটবে মেট্রো
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ফাইনালের আগে সেমিফাইনাল টেস্টের মুখে ইস্ট ওয়েস্ট মেট্রোর বহু আলোচিত বৌবাজার (Bowbazar Metro) চত্বরের সুড়ঙ্গ। এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শুরু হল জিও ফিজিক্যাল টেমোগ্রাফিক সার্ভে।
ঠিক কী হবে এই পরীক্ষায়?
যাত্রীবোঝাই মেট্রোর রেক চললে এই এলাকার মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার কতটা বদল হচ্ছে তা মাপা হবে এই পরীক্ষার মাধ্যমে। মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতার বড়সড় বদল না হলে এই অংশে বাণিজ্যিক যাত্রা নিরাপদ বলেই মনে করবে KMRCL কর্তৃপক্ষ। সেমিফাইনালে পাস করলে নির্মাণ ছাড়া অন্য কাজ শেষ করা হবে। কাজ শেষের পরে কমিশনার অফ রেলওয়ে সেফটির পরীক্ষায় বসবে বৌবাজার চত্বরের সুড়ঙ্গ মধ্যে দিয়ে চলা মেট্রো। তাতে পাস করলেই মিলবে যাত্রী পরিবহণের সবুজ সংকেত।
আরও পড়ুন: Gangasagar Mela 2025: ড্রোন উড়িয়ে, সিসি ক্যামেরায় নজরদারি; প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলার উদ্যোগ
আরও দেখুন