‘কোন দলে যাচ্ছ?’, বর্ডার-গাওস্কর ট্রফির মাঝে IPL নিলাম নিয়ে প্রশ্ন লায়নের, জবাবে কী বললেন পন্থ?
পারথ: আজ থেকেই শুরু গিয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy)। শীর্ষে থাকা দুই টেস্ট দল, ভারত ও অস্ট্রেলিয়ার লড়াইয়ের দিকে নজর রেখেছে গোটা ক্রিকেটবিশ্ব। তবে আর দুইদিন পরেই আইপিএল নিলামও রয়েছে। সেই মেগা নিলাম নিয়েও কিন্তু ক্রিকেটবিশ্বে জোর চর্চা। ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) মাঝেও কিন্তু এই নিলাম নিয়ে চর্চা এড়ানো গেল না।
আসন্ন আইপিএল মেগা নিলামে যে কয়েকজন ক্রিকেটারদের দিকে সবথেকে বেশি নজর থাকবে, যাঁদের নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। নিজের কেরিয়ারের গোটাটাই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললে এবং গত মরশুমে দলকে নেতৃত্ব দিলেও কিন্তু তাঁকে এবারে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি রিটেন করেনি। ফলে নিলামে পন্থের নাম উঠতে চলেছে। কোন দলে যাচ্ছেন তিনি? পারথে প্রথম টেস্ট চলাকালীনই পন্থকে জিজ্ঞেসই করে ফেললেন ন্যাথান লায়ন (Nathan Lyon)।
SOUND 🔛 Just two old friends meeting! 😁🤝
Don’t miss this stump-mic gold ft. 𝗥𝗜𝗦𝗛𝗔𝗕𝗛-𝗣𝗔𝗡𝗧𝗜! 🤭
📺 #AUSvINDOnStar 👉 1st Test, Day 1, LIVE NOW! #AUSvIND #ToughestRivalry pic.twitter.com/vvmTdJzFFq
— Star Sports (@StarSportsIndia) November 22, 2024
পন্থও কিন্তু প্রশ্নটি এড়িয়ে যাননি। বরং ভারতের তারকা কিপার-মাত্র দুই শব্দের উত্তরেই গোটা বিষয়টা শেষ করে দেন। লায়নের প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, ‘ধারণা নেই।’ গোটা বিষয়টাই যে বেশ মজার ছলে হয়েছে এবং পন্থের একাগ্রতা ভঙ্গ করার চেষ্টা থেকেই করা হয়েছে, তা কিন্তু বলাই বাহুল্য।
এর আগে পন্থের দিল্লি ক্যাপিটালস ছাড়ার প্রসঙ্গে সুনীল গাওস্কর দাবি করেছিলেন টাকা নিয়ে মনমালিন্য হওয়ার ফলেই হয়তো পন্থকে দিল্লি ছাড়তে হয়েছে। তবে নিলামে হয়তো দিল্লি ফের একবার তারকা কিপার-ব্যাটারের জন্য ঝাঁপাবে। তবে টাকা যে তাঁর দল ছাড়ার কারণ নয়, সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ঋষভ। নিজের সোশ্যাল মিডিয়ায় গাওস্করের অভিযোগের জবাব দেন তিনি। ঠিক কী কারণে তিনি দিল্লি ক্যাপিটালস ছেড়েছেন, তা না জানালেও, সেটা যে টাকার কারণে নয়, সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন পন্থ। তিনি লেখেন, ‘আমার রিটনশনের বিষয়টা (রিটেন না হওয়া) একেবারেই যে টাকার জন্য ছিল না, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি।’
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পারথে রাহুলের আউট নিয়ে চূড়ান্ত বিতর্ক, মেজাজ হারালেন তারকা ক্রিকেটার, বিস্মিত ধারাভাষ্যকাররাও
আরও দেখুন