# Tags
#Blog

‘এটা অস্ট্রেলিয়া, এটা পারথ…’ বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে ভারতকে হুঁশিয়ারি

‘এটা অস্ট্রেলিয়া, এটা পারথ…’ বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে ভারতকে হুঁশিয়ারি
Listen to this article


পারথ: সিরিজ় শুরু হতে এখনও দিন দশেক বাকি রয়েছে। তবে ইতিমধ্য়েই বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) ঘিরে উত্তেজনা চরমে। অস্ট্রেলিয়ার মিডিয়া থেকে ভারতের ক্রিকেটমহল, সর্বত্রই চর্চা ভারত ও অস্ট্রেলিয়া, দুই যুযুধান প্রতিপক্ষের দ্বৈরথ নিয়ে। ২২ নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট। পারথে বসবে প্রথম টেস্টের (IND vs AUS 1st Test) আসর। সেই ম্যাচের আগেই ভারতীয় দলের দিকে এল কড়া হুঁশিয়ারি।   

পারথের পিচ প্রস্তুতকারকে প্রথম টেস্টের পিচ সম্পর্কে কথা বলতে গিয়ে জানান, ‘এটা অস্ট্রেলিয়া, এটা পারথ। আমাদের দলের জন্য আমি ভাল গতি, বাউন্স, ক্যারিসমৃদ্ধ এক পিচ তৈরি করছি। যদি সবটা ঠিকঠাক থাকে, তাহলে গত বছরের মতো একেবারে একরকমের পিচ তৈরি করতে চাই।’ গত বছর পারথে প্রবল বাউন্স এবং গতি সহায়ক একটি পিচে পাকিস্তান মাত্র ৮৯ রানে অল আউট হয়ে যায়। স্টিভ স্মিথ, উসমান খাওয়াজারাও আঘাত পান। কিন্তু শেষমেশ ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার সিংহভাগ পিচই ড্রপ ইন। পারথের এই পিচও তেমনই ড্রপ ইন পিচ। সেপ্টেম্বর থেকে এই পিচ প্রস্তুত করা হয়েছে এবং গত মাসেই নাকি পারথের নতুন স্টেডিয়ামে এই পিচ বসানোও হয়েছে। পারথে ২০১৮-১৯ মরশুম পর্যন্ত যে মাঠে খেলা হত। সেই ওয়াকাকে বিশ্বের দ্রুততম পিচ বলা গণ্য় করা হত। এই নতুন মাঠের পিচও যে অনেকটা সেরকমই হতে চলেছে, তা বলাই বাহুল্য।

পারথের এই ম্যাচের আগে কিন্তু ইতিমধ্যেই ভারতীয় দল পৌঁছে গিয়েছে। ভারতীয় দলের প্রখম ক্রিকেটার হিসাবে সবার আগে অজ়িভূমে পৌঁছন বিরা কোহলি। সেখানে তিনি সমেত ভারতীয় দলের অনেকেই অনুশীলনও শুরু করে দিয়েছেন। বাইরে থেকে যাতে অনুশীলনের কিছু দেখা না যায়, সেই কারণেই কালো কাপড়ে অনুশীলনের স্থান সংলগ্ন গ্রিল সম্পূর্ণভাবে ঢেকে ফেলা হয়েছে। গোটা মাঠেই লকডাউনের পরিস্থিতি। শুধু সাধারণ জনগণের থেকে আড়াল করাই নয়, অনুশীলনের যাতে কোনও ফুটেজ বাইরে না যায়, সেই কারণে মাঠকর্মীদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ফোনের ব্যবহারের ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর।

এবার শুধু সিরিজ় শুরুর অপেক্ষা। দুই শক্তিধর দেশের মধ্যে যে এক কড়া টক্কর অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অবশেষে প্রত্যাবর্তন, বাংলার হয়ে রঞ্জিতে মাঠে নামছেন মহম্মদ শামি 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal