পারথে পরাজয়ের পর অ্যাডিলেডে বদল ঘটাবেন কামিন্সরা? দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা অস্ট্রেলিয়ার
নয়াদিল্লি: পারথে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম ম্যাচেই একদিন বাকি থাকতেই পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়া দল। সেই ব্যর্থতার পর নিঃসন্দেহেই অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচ (IND vs AUS 2nd Test) জিতে দ্রুত সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া হবেন অজ়ি ক্রিকেটাররা। সেই টেস্টের জন্য দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে সিরিজ়ে সমতায় ফেরার আশায় অজ়ি দলে অল্প কিছু বদল হবে বলে মনে করছিলেন অনেকে। মার্নাস লাবুশেন দীর্ঘসময় ধরে ফর্মে নেই। প্রায় দেড় বছর হয়ে গিয়েছে কোনও সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাটল থেকে। তাঁকে ছাঁটাই করা হতে পারে বলে মনে করছিলেন অনেকে। তবে লাবুশেনে আস্থা রাখছেন অজ়ি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (Andrew McDonald)।
তিনি বলেন, ‘কেরিয়ারে চড়াই, উতরাই তো সবার থাকে। সেটা খেলোয়াড়দের জীবনের অঙ্গ। ও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং নিঃসন্দেহে বাইরের অনেকে ওকে সমালোচনায় বিদ্ধও করছেন। তবে আমদের বিশ্বাস ছন্দে থাকা মার্নাস লাবুশেন এমন একজন ক্রিকেটার যাকে আমাদের দলের ভীষণ প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে ও দ্রুতই পুরো বিষয়টা বদলে ফেলতে সক্ষম হবে।’ পাশাপাশি অ্যাডিলেডে অজ়ি দল সম্পর্কে কোচ ম্যাকডোনাল্ড ঘোষণা করেন, ‘এই সাজঘরে (পারথে) যারা ছিল, তারাই আবার অ্যাডিলেডেও দলের সাজঘরে থাকবে।’
অর্থাৎ দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল নিয়েই অ্যাডিলেডে যাচ্ছে অস্ট্রেলিয়া। পারথের একাদশই কি অ্যাডিলেডেও মাঠে নামবে? সেটা সময়ই বলবে। তবে অ্যাডিলেডে একজন যে মাঠে নামতে চলেছেন, তা নিশ্চিত। তিনি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
পারথে কিন্তু টেস্ট শেষের আগেই পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সোমবার তিনি অনুশীলনেও নেমে পড়লেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় না গিয়ে বেশ কিছুদিন মুম্বইতেই ছিলেন রোহিত। সদ্যই তাঁকে শনিবার মুম্বই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান ধরতে দেখা যায়। রোহিতের সঙ্গে তাঁকে ছাড়তে এসেছিলেন স্ত্রী রীতিকাও।
যেমন জল্পনা ছিল সেইমতোই রবিবারই পারথে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সোমবার থেকে নেটে ঘাম ঝরাতেও নেমে পড়লেন রোহিত। তাঁর অনুশীলনের একটি ভিডিও বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়। ভিডিওতে রোহতের পাশাপাশি রবীন্দ্র জাডেজাকেও ভারতীয় নেটে দেখা যায়। রোহিত গোটা অনুশীলনে ফরোয়ার্ড ডিফেন্স, তাঁর অতিপরিচিত পুল শট যেমন খেলেন, তেমন তাঁকে রিভার্স স্যুইপও খেলতে দেখা যায়। দ্বিতীয় টেস্টের জন্য রোহিত যে জোরকদমে প্রস্তুতি সারছেন, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: পারথ টেস্টের পর বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথেই দেশে ফিরলেন কোচ গম্ভীর?
আরও দেখুন