NOW READING:
লড়েও উইকেট খোয়ালেন রাহুল, ব্য়র্থ বিরাট, মধ্যাহ্নভোজের আগেই ৪ উইকেট হারাল ভারত
November 22, 2024

লড়েও উইকেট খোয়ালেন রাহুল, ব্য়র্থ বিরাট, মধ্যাহ্নভোজের আগেই ৪ উইকেট হারাল ভারত

লড়েও উইকেট খোয়ালেন রাহুল, ব্য়র্থ বিরাট, মধ্যাহ্নভোজের আগেই ৪ উইকেট হারাল ভারত
Listen to this article


পারথ: ভারত বনাম অস্ট্রেলিয়া (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে ভারতীয় একাদশ দেখার পর থেকেই সোশ্য়াল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে গিয়েছিল। একেই রােহিত, গিল নেই। এরপর আবার অশ্বিন, জাডেজর মত অভিজ্ঞ ২ ক্রিকেটারকে বাদ দিয়েই পারথ টেস্টে মাঠে নামার সাহস দেখিয়েছে গম্ভীর ব্রিগেড। তবুও টস জিতে বুমরা ব্যাটিং নেওয়ার পর মনে হয়েছিল লড়াই হবে। কারণ টসের ফায়দা হয়ত তুলবেন ভারতীয় ব্যাটাররা। কিন্তু কোথায় কী? প্রথম টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতির আগেই চার উইকেট খুঁইয়ে বসেছে টিম ইন্ডিয়া। জয়সওয়াল, বিরাট, রাহুলরা সবাই প্যাভিলিয়নে। যাকে নিয়ে এত কথা হল সেই দেবদত্ত পড়িক্কল তো খাতাই খুলতে পারলেন না তিন নম্বর পজিশনে ব্যাট হাতে নেমে। ৫১ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে টিম ইন্ডিয়া। 

রোহিত শর্মার অনুপস্থিতিতে এই ম্য়াচে জসপ্রীত বুমরা নেতৃত্বভার সামলাচ্ছেন। টস করলে কামিন্সে সঙ্গে এলেন। টিম লিস্ট দেখার পরই সবাই চমকে উঠেছিলেন। নেই অশ্বিন-জাডেজা। নেই আকাশ দীপ। অভিষেক করছেন নীতিশ রেড্ডি ও হর্ষিত রানা। হয়ত অজি বোলিং ব্রিগেডের সামনে ব্যাটিং গভীরতা একটু বেশি রাখাই উদ্দেশ্য ছিল ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের। কিন্তু তা বলে জাডেজা-অশ্বিনের মত বিশ্বমানের ক্রিকেটারদের বাইরে রেখে? ওপেনিংয়ে জয়সওয়ালের সঙ্গে নেমেছিলেন কে এল রাহুল। প্রথমজনের চলতি বছরে ব্য়াট চলেছে প্রায় সব সিরিজেই। আর দ্বিতীয়জন ততটাই ব্যর্থ চলতি বছরে। এদিন অবশ্য মাত্র আট বল খেলে স্টার্কের শিকার হয়ে খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরলেন জয়সওয়াল। গালিতে দারুণ ক্যাচ লুফে নিলেন কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা নাথান ম্য়াকস্যুইনি। দেবদত্ত পড়িক্কল নেমেছিলেন তিন নম্বরে। এই পজিশনে পূজারা এত বছর ধরে ভারতীয় দলকে ভরসা জুগিয়েছেন। বেশ কয়েকটি বল ভালই সামলালেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না আর। ২৩ বল খেলে খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরে গেলেন হ্যাজেলউডের প্রথম শিকার হয়ে। দেবদত্ত ফিরলেই ওপটাস স্টেডিয়ামের গ্য়ালারিতে চিৎকার। বিরাট তখন মাঠে নামছেন। ৩৬ বছর বয়সেও তাঁকে নিয়ে জনপ্রিয়তার কমতি নেই। কিন্তু হতাশ করলেন তিনিও। মাত্র ১২ বল টিকতে পারলেন ক্রিজে। ৫ রান করে হ্যাজেলউডের দ্বিতীয় শিকার হয়ে তিনি ফিরে গেলেন। ১৮ রানের মধ্যে ৩ উইকেট খুঁইয়ে বসেছিল ভারত। সেখান থেকে রাহুল ও পন্থ কিছুটা টানছিলেন। এদিন প্রথম ঘণ্টা থেকে ক্রিজে টিকে থাকার লড়াই ছিল রাহুলের কাছে। ৭৪ বল খেলে অবশেষে ২৬ রান করে ফিরে গেলেন কর্ণাটকী ব্যাটার। মধ্যাহ্নভোজের বিরতিতে ক্রিজে রয়েছেন পন্থ ও ধ্রুব জুড়েল।

আরও দেখুন



Source link