NOW READING:
আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
December 7, 2024

আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?

আজ ফের বুমরার ম্য়াজিকের আশায় ভারতীয় শিবির, কত রান বোর্ডে তুলতে পারবে অজিরা?
Listen to this article


কেন? কারণ, গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ মানেই গোধূলির ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় ব্যাটারদের কাছে ত্রাসের মতো। হুড়মুড়িয়ে উইকেট পড়ে। গোটা বিশ্বে যেখানে যখন গোলাপি বলে টেস্ট ম্যাচ হয়েছে, এটাই দস্তুর। যার কারণও কয়েকদিন আগে ব্যাখ্যা করে দিয়েছেন চেতেশ্বর পূজারা। জানিয়েছিলেন, গোলাপি বল দেখা সবচেয়ে বেশি কঠিন হয়ে পড়ে গোধূলিতে। তাই সেই সময় ব্যাটিং সবচেয়ে কঠিন।

অ্যাডিলেডে বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে সেই গোধূলি আতঙ্ক তাড়া করল ভারতকেও। গোলাপি বলে দিন-রাতের টেস্টে ভারতের প্রথম ইনিংস মুড়িয়ে গেল ১৮০ রানে। যার মধ্যে লাঞ্চের পর দ্বিতীয় সেশনে ২১.১ ওভারে ৯৮ রানে ৬ উইকেট পড়ল ভারতের। সেই সময়, দুপুরের পর থেকে যখন আলো পড়ে আসে।

আর সেই আতঙ্কের মাঝে ব্যাট হাতে অসমসাহসী লড়াই করলেন নীতীশ কুমার রেড্ডি। পারথে যাঁর টেস্ট অভিষেক হয়েছে। আর তাঁর হাতে ভারতের টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন স্বয়ং তাঁর আদর্শ, বিরাট কোহলি। পারথে প্রথম ইনিংসে ব্যাট হাতে চাপের মুখে ঝোড়ো ব্যাটিং করেছিলেন অন্ধ্র প্রদেশের ক্রিকেটার। যিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলেন। অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশে তিনটি বদল হয়েছে। তবে নীতীশে আস্থা রেখেছে টিম ম্য়ানেজমেন্ট।



Source link