দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ইডেনে তখন আইপিএল ম্যাচ চলছে। কলকাতা বনাম হায়দরবাদ। ইডেন গার্ডেন্সে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এল সিএবিতে! ইডেনে নিরাপত্তা আরও জোরদার করল পুলিস। খেলা এখনও শেষ হয়নি।
আরও পড়ুন: Rohit Sharma: জল্পনাই সত্যি হল, আইপিএলের মাঝেই চরম সিদ্ধান্ত রোহিতের, বুক ভেঙে গেল ভক্তদের…
পাক আকাশে ‘সিদুঁর’। পহেলগাঁও কাণ্ডের বদলা নিল ভারত। রাতের অন্ধকারে পাক ও ‘পকে’ বেছে বেছে গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গিঘাঁটিগুলি।সবমিলিয়ে ৯ জায়গায় হামলা নিকেশ ২৫ থেকে ৩০ জঙ্গি। এদিন অপারেশন সিদুঁরের সাফল্যে ফেস্টুন নিয়ে ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে আসেন দর্শকরা। এই পরিস্থিতিতে হুমকি মেল এল সিএবিতে।
সিএবি সূত্রে খবর, এদিন দুপুরে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তি আইডি থেকে মেলটি আসে। সঙ্গে সঙ্গে মেলটি কলকাতা পুলিসের কাছে ফরোয়ার্ড করে দেন সিএবি সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়। কারা হুমকি মেল পাঠাল? কেনই-বা টার্গেট ইডেন? তদন্তে নেমেছে কলকাতা পুলিস। আরও জোরদার করা হয়েছে ইডেনের নিরাপত্তা। এর আগে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হুমকির মেল এসেছিল পাকিস্তান থেকে। তবে CAB-র কাছে যে মেল এসেছে সেটা কোথায় থেকে এসেছে, তা জানা যায়নি। কিন্তু CAB-র কাছে যেই সময়ে মেলটা এসেছে সেটা চ্যালেঞ্জের।
আরও পড়ুন: Operation Sindoor Effect On IPL 2025: ‘অপারেশন সিঁদুর’; প্রবল ধাক্কা খেল চলতি আইপিএল, এবার বাতিল হতে চলেছে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)