# Tags
#Blog

Shreyas Talpade | Alok Nath: কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ! নাম জড়াল শ্রেয়স-অলোকনাথ-সহ…

Shreyas Talpade | Alok Nath: কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ! নাম জড়াল শ্রেয়স-অলোকনাথ-সহ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউডের দুই অভিনেতার। শ্রেয়স তালপাড়ে এবং অলোক নাথের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ দায়ের হয়। ২২ জানুয়ারি দুই অভিনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩১৬ (২), ৩১৮ (২) এবং ৩১৮ (৪) এর অধীনে মামলা দায়ের করা হয়।  

জানা গিয়েছে, এই মামলায় দুই অভিনেতা-সহ আরও ১৩ জনেরও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সম্প্রতি বিপুল অন্তিল নামে সোনিপথের এক বাসিন্দা প্রতারণার অভিযোগ দায়ের করেন মুরথল থানাতে। তিনি অভিযোগ তোলেন যে, হিউম্যান ওয়েলফেয়ার ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নামের একটি সংস্থার মাধ্যমে প্রতারণার জাল বোনা হয়। ২০১৬ থেকে হরিয়ানা-সহ ভারতের অনেক রাজ্যে এটি সক্রিয় ছিল। সংস্থাটি ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের পরিবর্তে বিপুল পরিমাণ রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ, বিনিয়োগকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তাদের তহবিল সুরক্ষিত, স্কিম ম্যাচিওর হলেইও টাকা দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:Terrific Blast Explosion: অস্ত্র কারখানায় ভয়ংকর বিস্ফোরণ! মৃত কমপক্ষে ৮, আহত বহু…

তিনি আরও অভিযোগ তোলেন যে, সংস্থাটি ধীরে ধীরে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) মডেলও গ্রহণ করে। পাশাপাশি বিপুল পরিমাণ প্রণোদনা দিয়ে আরও অনেক মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে থাকে। এমনকি এটি নিজের ব্যবসা বৃদ্ধি করে সোসাইটিকে একটি নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। বিনিয়োগকারীদের আশ্বস্ত করা হত, তাদের অর্থ সুরক্ষিত থাকবে এবং তারা লাভের অংশ পাবে। অন্যদিকে, শ্রেয়াস তালপাড়ে ও অলোক নাথ এই সোসাইটির বিভিন্ন বিনিয়োগ প্রকল্পের প্রচার করেছিলেন।

অতিরিক্ত পুলিস কমিশনার (এসিপি) অজিত সিং জানিয়েছে, লোকেদের বিনিয়োগের প্রলোভন দিয়ে তাদের অর্থ প্রতারণা করেছে বলে অভিযোগ রয়েছে। শ্রেয়াস তালপাড়ে এবং অলোক নাথের ভূমিকা যদি থাকে তবে আমাদের তদন্ত করা হবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Maha Kumbh Mela 2025 | Narendra Modi: দিল্লিতে বিধানসভা ভোটের দিনে মহাকুম্ভে মোদী!

Maha Kumbh Mela 2025 | Narendra Modi:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal