মুম্বই: ইতিহাস বই সংশোধনের প্রস্তাব দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তাঁর দাবি, পাঠ্যবইয়ে আকবর, ঔরঙ্গজেবের পড়ানো হলেও, দেশের আসল ‘নায়ক’দের নিয়ে পড়ানো হয় না। ইতিহাস বই সংশোধন করে বর্তমান প্রজন্মকে দেশনায়কদের সম্পর্কি অবহিত করা উচিত বলে মন্তব্য করলেন তিনি। (Akshay Kumar)
নিজের ছবি ‘স্কাই ফোর্স’-এর প্রচারে বেরিয়ে ইতিহাস বই সংশোধনের দাবি তুলেছেন অক্ষয়। ভারতীয় বায়ুসেনার বীরত্ব ছবির বিষয়বস্তু। CNN-News 18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন দাবি করেছেন অক্ষয়। বায়োপিকে অভিনয় করা নিয়ে প্রশ্ন করলে বলেন, “বইয়ে অনেক কিছুই নেই। ইচ্ছাকৃত ভাবেই এমন চিরত্র বেছে নিই আমি, যাঁদের উল্লেখ নেই বইয়ে। আমি এটা করতে চাই। ওঁরা অপরিচিত নায়ক। কিন্তু মানুষ তাঁদের ব্যাপারে কিছু জানেন না, কারণ গভীরে ঢোকেনইনি কেউ। আমি এই ধরনের চরিত্রই বেছে নিই।” (History Books)
শিশুদের ইতিহাস বই নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অক্ষয়। তিনি বলেন, “অনেক কিছু সংশোধন করতে হবে। আমরা আকবর, ঔরঙ্গজেবের ব্যাপারি পড়ি। কিন্তু নিজেদের নায়কদের ব্যাপারে পড়ি না। তাঁদের উল্লেখ থাকা উচিত। সেনাবাহিনীতে এমন কতশত কাহিনি রয়েছে। কত জন পরম বীর চক্র পেয়েছেন। আমার মনে হয়, ইতিহাস সংশোধন করা উচিত। বর্তমান প্রজন্মকে এই ধরনের নেতাদের কথা জানাতে হবে।”
‘স্কাই ফোর্স’ ছবিতে উইং কমান্ডার কে ও আহুজার ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নেওয়া উইং কমান্ডার ওম প্রকাশ তানেজার জীবনের উপর নির্ভর করেই বোনা হয়েছে ছবির গল্প। যুদ্ধে শত্রুপক্ষের বিমান ধ্বংস করেছিলেন তিনি। ওম প্রকাশ বীর চক্র পেয়েছিলেন সাহসিকতার জন্য। সেই ছবির প্রচারেই ইতিহাস সংশোধনের দাবি তুললেন অক্ষয়।
তবে এই প্রথম নয়। এর আগেও ইতিহাস বইয়ের বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলেছিলেন অক্ষয়। পৃথ্বীরাজ চৌহানের কাহিনির চেয়ে মুঘলদের কাহিনি কেন বেশি গুরুত্ব পায় ইতিহাসে, প্রশ্ন তুলেছিলেন। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। অক্ষয়ের পড়াশোনা, বেড়ে ওঠা, সবই বিদেশে। তাই তিনি ভারতের ইতিহাস বই নিয়ে প্রশ্ন তোলেন কী করে, জানতে চান অনেকেই। এমনকি কানাডা থেকে এদেশে অভিনয় করতে আসা অক্ষয়কে ‘কানাডা কুমার’ বলে কটাক্ষও করা হয়। বিশেষ একটি রাজনৈতিক দলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, নিজের অভিনীত ছবিতেও সেই দলের মতাদর্শের সঙ্গে সাযুজ্য রেখে বার্তা দেওয়ার অভিযোগ ওঠে। তবে এত সমালোচনার মধ্যেও, নিজের অবস্থান থেকে যে সরেননি তিনি, আবারও তা বুঝিয়ে দিলেন অক্ষয়।
এমন
আরও দেখুন