# Tags
#Blog

Bleeding Eye Virus: সংক্রমণের ৭ দিনের মধ্যে হতে পারে মৃত্যুও, ভয়ংকর মারবার্গ ভাইরাস নিয়ে জারি সতর্কতা

Bleeding Eye Virus: সংক্রমণের ৭ দিনের মধ্যে হতে পারে মৃত্যুও, ভয়ংকর মারবার্গ ভাইরাস নিয়ে জারি সতর্কতা
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এম পক্সের পর এবার আফ্রিকা কাঁপাচ্ছে ব্লিডিং আই ভাইরাস বা মারবার্গ ভাইরাস। এনিয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে ব্রিটেন ও আফ্রিকার ১৭ দেশে।  ১৯৬৭ সালে জার্মানির মারবার্গ শহরে প্রথমে এই ভাইরাসের দেখা মেলে। তারপর থেকে মাঝেমধ্যেই এই ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠেছে মারবার্গ ভাইরাস। আফ্রিকা, তানজানিয়া, ঘানা ও এখন রোয়ান্ডায় এই ভাইরাসের দেখা মিলছে।

আরও পড়ুন-‘হিম্মত থাকলে আসুন, আপনারা দখল করতে আসবেন আর আমরা বসে ললিপপ খাব!’

রোয়ান্ডায় এই ভাইরাসের আক্রমণে ইতিমধ্যেই রোয়ান্ডায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বহু মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণা অনুযায়ী মারবার্গ ভাইরাসের আক্রমণে মানুষ মারাও যেতে পারে। এক্ষেত্রে মৃত্যুর হার ৫০ শতাংশ। তবে দেখা গিয়েছে এই ভাইরাসের মারণ ক্ষমতা ২৮-৮০ শতাংশ পর্যন্ত যেতে পারে।

মারবার্গ ভাইরাসের লক্ষণ

সাধারণভাবে এই ভাইরাসের সংক্রমণের ২-২১ দিন পরে এর লক্ষণ প্রকাশ পায়। প্রথমদিকে প্রবল জ্বর, মাথার যন্ত্রণা, পেশীতে ব্যথা হয়। ধীরে ধীরে ডায়রিয়া, পেটে ব্যথা, পেশীতে টান, বমির মতো উপসর্গ প্রকাশ পায়।

সংক্রমণ প্রকাশ পাওয়ার ৫ দিন পরে ইন্টারন্যাল হ্যামারেজের লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে রক্তবমি হতে পারে, নাক, কান, চোখ, মুখ, মাড়ি থেকে রক্ত পড়তে পারে। কোনও কোনও ক্ষেত্রে অন্ডকোষ ফুলেও যেতে পারে। লক্ষ্ণণ প্রকাশ পাওয়ার ৭ দিনের মধ্যে মৃত্যু পর্য়ন্ত হতে পারে।

কীভাবে ভাইরাস ছড়ায়

সংক্রমিত ব্যক্তির কাছ থেকে সরাসরি ফ্লুইডের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। রোগীর বিছানা বা জামা কাপড় থেকেও অন্য কেউ সংক্রমিত হতে পারে।

চিকিত্সা

আরটিপিসিআর টেস্ট, আইসোলেশনের মাধ্যমে রোগী চিহ্নিতকরণ ও চিকিত্সা হতে পারে।  এখনওপর্যন্ত এই ভাইরাসের কোনও টিকা বের হয়নি। ফলে সিম্পটোমেটিক চিকিত্সাই ভরসা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal