জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অপারেশন সিঁদুর-এর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঙ্কার দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কিন্তু নিজের দেশকেই এখন সামলাতে পারছেন না মিঞা শরিফ। আজ সকালে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে লাহোর। আর অন্যদিকে, গতকাল পাকিস্তানের মাথাব্যাথা বালোচিস্তানে পাক সেনার উপরে ভয়ংকর হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি(Baloch Liberation Army)। বিএলএ-র হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ পাক সেনা। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ করেছে বালোচ লিবারেশন আর্মি(BLA)।
বোলান ও কোচ-এ দুটি পৃথক হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি। এমনটাই দাবি করেছে তারা। প্রথম হামলায় বোলনে রিমোর্ট কন্ট্রোল ডিভাইসের সাহায্য হামলা চালায় বিএলএর ট্যাকটিক্যাল ওপরেশন স্কোয়াড। ওই বিস্ফোরণে মারা যান ১২ পাক সেনা। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সেনাদের দেহ। ওই বিস্ফোরণে সেনার গাড়িটাই উড়ে যায়।
অন্যদিকে, কেচে পাক সেনার বম্ব ডিস্পোজাল স্কোয়াডকে নিশানা করে বিএলএ-র ফিঁদাইন যোদ্ধারা। সেনার ওই বম্ব ডিস্পোসাল স্কোড যখন ক্লিয়ারেন্সের কাজ করছিল তখন আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। তাতেই উড়ে যান বম্ব স্কোয়াডের কর্মীরা। মৃত্যু হয় ২ জন।
আরও পড়ুন-কমবে বৃষ্টি, আগামী ৪ দিন প্রবল তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গজুড়ে
আরও পড়ুন-একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর, শহরজুড়ে আতঙ্ক, বন্ধ হল বিমানবন্দর
বিএলএর মুখপাত্র জিয়ান্দ বালোচ সংবাদমাধ্যমে বলেন, যারা মনে করে ভারত থেকে সাহায্য নিয়ে পাক সেনার উপরে হামলা হচ্ছে তারা জানুন পাক সেনা নিজেই চোর গুন্ডাদের এক গ্যাং। পাক সেনার কাজ এখন বদলে গিয়েছে। একসময় এরা বন্দর, সীমান্ত, দেশের গুরুত্বপূর্ণ জায়গা প্রহরা দিত। এখন তারা খুন খারাপি করছে। শাসক বদলাচ্ছে। তাদের কাজও বদলে যাচ্ছে। বালোচ স্বাধীনতা যোদ্ধারা এই লড়াই চালিয়ে যাবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে পাকিস্তানের ৯ জঙ্গি শিবিরের উপরে প্রত্যাঘাত করেছে ভারত। তার পর ফুঁসে উঠেছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, তিনি প্রতিশোধ নেবেন। কিন্তু নিজের দেশকেই এখন সামলাতে নাজেহাল পাকিস্তান। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বালোচিস্তান। পাকিস্তান বারবারই বলে আসছে বালোচিস্তানের গন্ডগোলের পেছনে রয়েছে ভারত। কিন্তু বালোচদের আলাদা হওয়ার দাবি সেই স্বাধীনতার কাল থেকেই। তার মাঝেমধ্যেই জেগে উঠছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)