কলকাতা: এবার টালা থানায় তালা ঝোলানোর হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি-র সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর জি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত-বিতর্কে টালা থানাকে নিশানা করলেন তিনি। সুকান্তর বক্তব্য, “এই থানা রেখে লাভ নেই। তালা ঝুলিয়ে দেওয়া হোক।” আর জি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন সুকান্ত। পাশাপাশি, তাঁর দাবি, ২০২৬ সালে রাজ্যে বিজেপি-র বুলডোজার সরকার গঠিত হতে চলেছে। (Sukanta Majumdar)
আর জি কর কাণ্ড নিয়ে শনিবার বাঁকুড়ায় বিশেষ প্রতিবাদ সভার আয়োজন হয়েছিল। সেখান থেকেই এমন মন্তব্য করেন সুকান্ত। আর জি কর কাণ্ডে টালা থানার ভূমিকা নিয়ে বলেন, ” সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, সন্ধে ৬টার পর ময়নাতদন্ত করা যায় না। কিন্তু টালা থানার আইসি লিখে পাঠাচ্ছেন, এটা বিশেষ কেস। তাড়াতাড়ি ব্যবস্থা করুন। পুলিশের উপর কতটা চাপ থাকলে, পুলিশ কতটা নির্লজ্জ-বেহায়া হলে এই কাজ করতে পারে। তাই উত্তর কলকাতার বিজেপি কর্মীদের বলেছি, রক্ষক যখন ভক্ষকের বূমিকা পালন করে, পুলিশ যখন অপরাধীদের শাস্তি দিতে না পেরে, তথ্য়প্রমাণ লোপাট করে, সেই থানা রেখে লাভ নেই। টালা থানায় তালা লাগানোর অভিযান করুন। ওই থানায় তালা ঝুলিয়ে রাখতে হবে। কোনও কাজ যেন না হয়। ” (West Bengal BJP)
শুধু তাই নয়, সম্প্রতি দলের নেতা-কর্মীদের যে ‘ফোঁস’ করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, সেই নিয়ে পাল্টা মারের নিদান দিয়েছেন সুকান্ত। তাঁর কথায়, “রাজ্য সভাপতি হিসেবে পরিষ্কার বলে দিচ্ছি, মার খেয়ে কাঁপতে কাঁপতে আসবেন না। মার দিয়ে আসুন। বাকিটা সুকান্ত মজুমদার দেখে নেবে। মুখ্যমন্ত্রী বলেছেন ফোঁস করতে। ফোঁস কে করে? সাপ। ছোটবেলায় পড়েছিলাম, বাপুরাম সাপুড়ে। কবি আগেই বুঝেছিলেন, দু’টি জন্মাবে। তাই বিজেপি-কে ফোঁস করতে এলে ডান্ডা ব্যবহার করা হবে। আগেই বলে দিলাম। ফোঁস-ফাঁস, ঠুস-ঠাস বন্ধ করুন। বালি, কয়লা চুরি করে যা টাকা করছেন ২০২৬-এর আগে করে নিন। তার পর বাংলায় বিজেপি-র বুলডোজার সরকার গঠিত হবে।”
যদিও এ নিয়ে সুকান্তকে কটাক্ষ করেছেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তাঁর কথায়, “এত জ্বালা কিসের? সামনে উপনির্বাচন তালড্যাংরায়। আতঙ্ক হচ্ছে যে কী হবে? দাঁড়াতে পারবেন তো? তাই কি জমি মাফিয়াদের সঙ্গে নিয়ে আবোল-তাবোল বকে গেলেন?”
আরও পড়ুন: Dev in Ghatal: এখনও জলবন্দি ঘাটাল, ফের এলাকায় দেব, মাস্টার প্ল্যান নিয়ে বললেন…
আরও দেখুন