# Tags
#Blog

Bengal BJP: বাংলায় বেহাল বিজেপি! সদস্য সংগ্রহে টায়েটুয়ে পাশ মার্কস…

Bengal BJP: বাংলায় বেহাল বিজেপি! সদস্য সংগ্রহে টায়েটুয়ে পাশ মার্কস…
Listen to this article


মৌমিতা চক্রবর্তী: লক্ষ্য ছিল এক কোটি। সে লক্ষ্য এখন অতীত। সদস্য সংগ্রহ অভিযানে কোনওক্রমে পাশ মার্কস পেল বঙ্গ বিজেপি। সূত্রের খবর, ডিসেম্বর শেষে সদস্য সংগ্রহে বিজেপি কোনওক্রমে পৌঁছেছে প্রায় ৩৮ লক্ষে। ২০ ডিসেম্বরের সদস্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ধমক খেতে হয় বঙ্গ বিজেপির নেতাদের। তখনও পর্যন্ত সদস‌্য করা গিয়েছিল মাত্র ২৬ লক্ষ ৯৩ হাজার জনকে। যা ছিল মূল টার্গেটের থেকে শত যোজন দূরে।

আরও পড়ুন, Maa Flyover: পুলিসকে ধমক মুখ্যমন্ত্রীর! এবার ২৪ ঘণ্টাই মা উড়ালপুলে চলবে বাইক, মানতে হবে এই শর্ত…

কেন্দ্রীয় নেতাদের ধমক খেয়ে পরবর্তী ১১ দিনে জোরকদমে সদস্য সংগ্রহের কাজটি করেন বিজেপি নেতারা। কিন্তু তাতেও মূল টার্গেটের ধারেকাছে পৌঁছনো গেল না। সূত্রের খবর, ডিসেম্বর শেষে বিজেপির মিসড কল সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৮ লক্ষ। যদিও কেউ কেউ বলছেন, এবার ২৭ লক্ষ সদস্য আসল। বাকি ‘ভুয়ো’ নাম দেওয়া হয়েছে।

২০ ডিসেম্বর দলীয় বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক বলেছিলেন, সারা দেশে যে কোনও পরীক্ষায় পাস করতে হলে অন্তত ৩৪ নম্বর পেতে হয়। তখন রাজ্য বিজেপির সদস্য হয়েছিল ২৬ লক্ষ মতো। অর্থাৎ তখনও পাশ মার্কস অর্জন করা যায়নি। শেষ পর্যন্ত বছর শেষে ৩৪ লক্ষের ‘পাশ মার্কস’ অতিক্রম করল রাজ্য বিজেপি। যদিও লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে তারা। রাজ্য নেতারাও মেনে নিয়েছেন, ওই লক্ষ্যে পৌঁছনো আর সম্ভব নয়।

২০১৮ সালে শেষ সদস্য সংগ্রহ হয়েছিল বিজেপির। সেবার ৮২ লক্ষ মিসড কল সদস্য জোগাড় হয়। এবার সেই সংখ্যাটারও ধারেকাছে পৌঁছনো গেল না। এই বিতর্কের মধ্যেই এবার সক্রিয় সদস্য এবং মণ্ডল সভাপতি, জেলা সভাপতি নির্বাচন প্রক্তিয়া শুরু হবে। বিজেপির সদস্য প্রথম সারিতে থাকা পাঁচটি জেলা হল নদিয়া দক্ষিণ, বিজেপি রাজ্য সভাপতির সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুর, তমলুক, জলপাইগুড়ি এবং নদিয়া উত্তর। এই পাঁচ জেলাতেই লক্ষাধিক সদস্য সংগ্রহ হয়েছে। অন্তিম সারিতে রয়েছে, দার্জিলিং, ডায়মন্ড হারবার, জঙ্গিপুর, বসিরহাট এবং জয়নগর। ২৬ এর আগে এই রেজাল্টে সিঁদুরে মেঘ দেখছে পদ্ম শিবির। 

আরও পড়ুন, Recruitment Scam: ৮ বছর ধরে চলছে অনিশ্চয়তা, প্রতিবাদে ন্যাড়া হলেন চাকরিহারা শিক্ষক…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal