<p>ABP Ananda Live: ‘বাংলার গণতন্ত্র রক্ষায় আরও একবার ত্রাতার ভূমিকায় হাইকোর্ট’। হাইকোর্টের নির্দেশ মেনেই বিকেল ৪টার পরে কর্মসূচি: শুভেন্দু । ‘অনেকে হিন্দিতে কথা বললেও এরাজ্যে তারা মনেপ্রাণে বাঙালি’। ‘তৃণমূলের টার্গেট হাওড়া, আসানসোল, খড়গপুর, কলকাতা বন্দর এলাকা’। ‘বেছে বেছে হিন্দিভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে’। ‘বাংলাদেশ সীমান্তে নমশূদ্র ভোটার আছে, তাদেরও নাম কাটার পরিকল্পনা চলছে’। ‘কৃষ্ণনগরে তৃণমূল নেতার হিন্দু ভোটারের নাম কাটার জন্য অভিযোগ করেছে’। ‘জেলা প্রশাসনও তড়িঘড়ি মেয়ের নামও ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে’। আমরা এসব মানি না, মুরলীধর সেন লেনের সভা থেকে হুঙ্কার শুভেন্দুর ।’হিন্দুদের একটা ভোটারেরও নাম কাটলে লড়াই করবে বিজেপি’। একজনও বাঙালি শরণার্থী হিন্দুর নাম কাটলে আমরা লড়াই করব’। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেনি নির্বাচন কমিশন, এজন্য ধন্যবাদ’। ‘মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়েছিল’। ‘রামনবমীতে শক্তি দেখাবেন তো? হিন্দুদের শক্তি দেখাবেন তো?'<br />বিজেপির যুব মোর্চার মিছিল থেকে বিরোধী দলনেতার হুঙ্কার ।</p>
Source link
‘বাংলার গণতন্ত্র রক্ষায় আরও একবার ত্রাতার ভূমিকায় হাইকোর্ট’, বললেন শুভেন্দু
