ABP Ananda Live: স্যালাইনকাণ্ডে তোলপাড়, স্বাস্থ্য ভবনে শুভেন্দু । স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে থানায় নালিশ। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ বিরোধী দলনেতার । স্বাস্থ্যমন্ত্রীর গ্রেফতার ও পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি চেয়ে স্লোগান শুভেন্দুর । স্বাস্থ্যসচিব ও মেদিনীপুর মেডিক্যালের সুপারের গ্রেফতারি দাবি। ‘আর জি করের মতো স্যালাইনকাণ্ডে প্রমাণ লোপাট করতে CID তদন্ত’।
‘বিচারপতির নেতৃত্বে CBI-CID-কে নিয়ে সিট গঠন করা হোক’। এটা ক্ষমার অযোগ্য অপরাধ: শুভেন্দু ।’গত ৬ মাস ধরে যাঁদের এই স্যালাইন দেওয়া হয়েছে, তাঁদের তালিকা প্রকাশ করুন’। ‘ব্যান করার পরও কেন এই স্যালাইনের ব্যবহার?’
ভয়ানক ! আরও হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, বাড়ি ছাড়তে হচ্ছে পাশের বাড়ির বাসিন্দাদেরও
তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। মাথার ছাদ নিয়ে অনিশ্চয়তায় একাধিক পরিবার। ক্রমেই বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। ক্রমেই আরও হেলে পড়ছে বহুতল। তাতেই রাতের ঘুম উড়েছে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। যে কোনও মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়িটির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও।