<p>ABP Ananda Live: ‘আপনি আপনার নিজের বক্তব্যে নিজেরই ক্ষতি করেছেন’। ‘আপনি বলেছেন, যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে, তাহলে আপনি সামলাতে পারবেন তো?’ ‘আপনি কী বলতে চাইছেন?’ ‘এই সাদ শেখ-কে আপনার মুর্শিদাবাদ পুলিশ, রাজ্যের এসটিএফ ধরেনি কেন?’ ‘কেন অসম থেকে পুলিশক আসতে হয়েছে, এর উত্তর আপনাকে দিতে হবে’। ‘আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না, এর উত্তর আপনাকে দিতে হবে’। ‘আপনি কাকে ভয় দেখাচ্ছেন?’ ‘আপনি তো এর আগে উস্কেছেন’। ‘আপনারা উস্কে হাজার দুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে, বেলডাঙাতে রেল স্টেশন পুড়িয়েছেন’। মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন শুভেন্দু অধিকারী। ’হিন্দু শব্দে আতঙ্কিত মুখ্যমন্ত্রী, মা সরস্বতীর নামে আতঙ্কিত’। ‘মৌলবাদ, জঙ্গিবাদের নামে আতঙ্কিত মুখ্যমন্ত্রী’। ‘হরিয়ানা, মহারাষ্ট্রে হিন্দুরা এক হচ্ছেন, এতেই আতঙ্কিত মুখ্যমন্ত্রী’। ‘কুম্ভকে কেন্দ্র করে হিন্দুরা একত্রিত হয়েছেন, এতেই আতঙ্কিত’।</p>
Source link
‘হিন্দু শব্দে আতঙ্কিত মুখ্যমন্ত্রী, মা সরস্বতীর নামে আতঙ্কিত’, আক্রমণ শুভেন্দুর
