<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: ABP Ananda Live: আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ তাঁরই জামাই ! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ‘রাজসাক্ষী’ পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য । বিচারপ্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন পার্থর জামাইয়ের: ইডি সূত্র। ব্যাঙ্কশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে আবেদন কল্যাণময় ভট্টাচার্যর। কীভাবে দুর্নীতি হয়েছে, কোথায় গিয়েছে দুর্নীতির টাকা কোর্টকে জানাতে চেয়ে আবেদন: ইডি সূত্র। কোনও চাপ নেই, সদিচ্ছায় কোর্টকে জানাতে চান পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই: ইডি সূত্র। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ‘রাজসাক্ষী’ কল্যাণময়র বয়ান রেকর্ড হবে। রাজসাক্ষী হওয়ার কোনও রাড়তি সুবিধা পাবেন না কল্যাণময় ভট্টাচার্য: আদালত।’জন জামাই ভাগ্নে, তিন নয় আপনে’, নিজে বাঁচতে রাজসাক্ষী, কটাক্ষ সুকান্তর। সমালোচনায় সরব অধীরও।</span></p>
<p> </p>
<p> নৈহাটিতে রঙের উৎসবে রাজনীতির উত্তাপ। প্রভাতফেরিতে হুঙ্কার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। বললেন, ‘বিরোধীরা টিভির পর্দায় আছেন, মাঠে-ময়দানে নেই। একজন বিরোধীকেও দেখবেন না মানুষের সঙ্গে আছেন।'</p>
<p>কবি লিখেছিলেন, আলোকরসে মাতাল রাতে, বাজিল কার বেণু। দোলের হাওয়া সহসা মাতে, ছড়ায় ফুলরেণু। কিন্তু রাজনীতি সর্বস্ব বাংলাতে দোলের হাওয়াতেও রাজনীতি মিলেমিশে একাকার! দোলের দিনও বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিলেন ব্য়ারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। ব্য়ারাকপুর তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, বিরোধীরা টিভির পর্দায় আছে, মাঠে ময়দানে নেই। একজনকেও দেখবেন না বাঙালির এই উৎসব পালন করতে মাঠে আসতে, মানুষের সাথে আসতে, কোনও বিরোধী কেউ নেই। </p>
Source link
‘জন জামাই ভাগ্নে, তিন নয় আপনে’, নিজে বাঁচতে রাজসাক্ষী, কটাক্ষ সুকান্তর
