NOW READING:
৪০০-র বেশি নতুন মিছিল, সামিল হওয়ার বার্তা হোয়াটসঅ্য়াপেও; রামনবমীর প্রস্ততি বিজেপির
April 3, 2025

৪০০-র বেশি নতুন মিছিল, সামিল হওয়ার বার্তা হোয়াটসঅ্য়াপেও; রামনবমীর প্রস্ততি বিজেপির

৪০০-র বেশি নতুন মিছিল, সামিল হওয়ার বার্তা হোয়াটসঅ্য়াপেও; রামনবমীর প্রস্ততি বিজেপির
Listen to this article


কলকাতা: রামনবমী উপলক্ষ্য়ে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি (BJP Ram Nabami)। বেহালা, কাশীপুর বেলগাছিয়া থেকে সল্টলেক রামনবমী উদযাপন সমিতির নামে পড়ছে পোস্টার, ব্য়ানার, হোর্ডিং। শোভাযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ বার্তা পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্য়াপেও। রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে মিছিলেই বিভিন্ন জায়গায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা।

রামনবমীর প্রস্ততি বিজেপির : ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মিশন রামনবমী। তৃণমূল-বিজেপি উভয় পক্ষই তাল ঠুকছে। রামনবমী উপলক্ষ্য়ে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। কলকাতা থেকে জেলা, চলছে জোরদার প্রচার।  বাঁকুড়া থেকে বেহালা, কাশীপুর বেলগাছিয়া, সর্বত্র নজরে আসছে পোস্টার, ব্য়ানার, হোর্ডিং। বুধবার সল্টলেকের প্রায় প্রতিটি আইল্য়ান্ডে চোখে পড়েছে রামনবমীর হোর্ডিং। শোভাযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ বার্তা পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্য়াপেও। সূত্রের খবর, রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে ৩ হাজার মিছিল হবে রবিবার। দিকে দিকে ১ লক্ষ পুজোর আয়োজন করা হবে। এবার ৪০০-র বেশি নতুন মিছিল হচ্ছে। আগে যেসব জায়গায় হত সেখানেই শুধু অস্ত্র মিছিল হবে। নতুন মিছিলে অস্ত্র থাকবে না। রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে মিছিলেই বিভিন্ন জায়গায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কয়েকদিন পরই রামনবমী, শক্তি দেখাবেন তো? দেখাবেন তো শক্তি? জয় শ্রীরামের স্লোগান উঠবে। চারিদিকে স্লোগান উঠবে। হিন্দু শক্তি দেখাবে। এন্টালি, আর পোর্টে দুজায়গায় মিছিল করব। হনুমান জয়ন্তীতে তো উত্তর কলকাতার মিছিলে তো থাকিই। সব হিন্দু একজোট হয়ে নামব।”                 

এর মধ্য়ে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের মুখে আবার শোনা গেছে আশঙ্কার কথা। তিনি বলেন, “মুর্শিদাবাদ এবং মালদার যে অবস্থা তাতে সেই মিছিল আক্রান্ত হতে পারে বলেই আমাদের আশঙ্কা। আমরা ওখানে মাত্র ২৭ শতাংশ। রাজ্য সরকার আমাদের কোন নিরাপত্তা দেবে না। যা অবস্থা তাতে মালদহ এবং মুর্শিদাবাদ কে উপদ্রুত অঞ্চল ঘোষণা করা ছাড়া বিকল্প কোন পথ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনবার চিঠি দিয়েছি। আবার চিঠি দেব।” তবে শুধুমাত্র কলকাতাই নয়, রামনবমীকে কেন্দ্র করে বাঁকুড়াতেও গেরুয়া শিবিরের তৎপরতা তুঙ্গে। একদিকে চলছে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির জনসংযোগ। সেই সঙ্গে মিছিলে, ফ্লেক্সে, পতাকায় বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের প্রচার চলছে জোরকদমে।

আরও দেখুন



Source link