BJP Protest: ‘বিধানসভায় বলার সুযোগ পায় না বিরোধীরা’, আক্রমণ শুভেন্দুর | ABP Ananda LIVE

About Post Author

ABP ANANDA



ABP Ananda LIVE: ‘রাজ্যপালের ভাষণে আমাদের বলার সুযোগ থাকে, কিন্তু এবছর …

source

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

36 thoughts on “BJP Protest: ‘বিধানসভায় বলার সুযোগ পায় না বিরোধীরা’, আক্রমণ শুভেন্দুর | ABP Ananda LIVE

  1. তুমি বিধানসভায় বেকার কেনো বলবে ।
    তুমি তো রেখা বৌদির আঁচল এর নিচে গিয়ে বলবে 😂😂😂😂

  2. দলবদল বালা বিজেপির বি টিম এদের নিয়ে দল চালালে 2026এর আগে বাংলাতে বিজেপি শব্দ টা অবলুপ্ত হয়ে যাবে

  3. শুভেন্দু জুতো কিল চড় লাথি ঘুষি খাচ্ছে এইরকম ভিডিও দেখতে চাই🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 জয় বাংলা

  4. ও দাদা সেদিন জুতো খুলে যে সনাতনী মন্ত্র বলেছিলেন সেগুলো একবার বলুন আপনার মুখে দারুন মানায়

  5. চোর চোর চোর টা শিশির অধিকারী ছেলেটা টা এখন আবার পাগল হয়ে গেছে 😂😂😂😂😂

  6. তৃণমূল জঙ্গি গোষ্ঠীর কাছে কেউ সুরক্ষিত নয়। রাজ্যের মা বোন থেকে বিরোধী দলনেতা রাজ্যপাল পর্যন্ত সুরক্ষিত নয়।

  7. প্রিয় বন্ধু, আমি শুরু থেকেই এই কথা বলে আসছি। আপনি আমার সমস্ত মন্তব্য দেখেছেন। আপনি এটাও দেখেছেন যে কিছু লোক ইউটিউবে কীভাবে পশ্চিমবঙ্গ সম্পর্কে বিশেষজ্ঞ মন্তব্য করছে। কিন্তু আমি আপনাকে বলছি, আমার লেখাগুলো। মূল্যবান শুনুন, নরেন্দ্র দামোদর দাস মোদি এই সমস্ত কিছুর পিছনে মাস্টারমাইন্ড, তিনি সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে নিয়ন্ত্রণ করেন। তাই পশ্চিমবঙ্গে এত দুর্নীতি হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। যখন সবাই জানে পুরো ব্যানার্জি পরিবার এই দুর্নীতির সঙ্গে জড়িত। তারা হাজার হাজার কোটি টাকা লুট করেছে অবৈধ কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ড। এটা নোংরা ভারতীয় রাজনীতিবিদদের নোংরা রাজনীতি। মোমোতা ব্যানার্জী, অভিষেক ব্যানার্জী আর তার পুরো ব্যানার্জী পরীবার কে রোখাকবোচ দিয়া নংরা রজনীতি কোরেছে নরেন্দ্র দামোদর দাস মোদীর সাথে এর সম্পূর্ণ সেটিং। মানুষ খুব খেপে ব্যথা করছে, কিন্তু অসহায়। পশ্চিমবঙ্গের মানুষ নরেন্দ্র মোদী কে কখনো ক্ষমা করবে না। মোদী এবং শুধুমাত্র নোংরা রাজনীতির কারণে তিনি মোমোতা ব্যানার্জির সাথে মীমাংসা করেছেন। এখন এটি 100 %নিশ্চিত হয়েছে।

    "আর একটা কথা, পশ্চিমবঙ্গে বিজেপি কখনই ক্ষমতায় আসবে না। এটা অসম্ভব। কারণ সেখানে শুভেন্দু অধিকারীর মতো কেউ নেই, এমনকি তিনিও অনেক কিছু করতে পারবেন না। বিজেপি টাকা খরচ করে ভোট কেনার চেষ্টা করছে, কিন্তু এটা কাজ করবে না পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়, সম্প্রতি লোকসভা নির্বাচনে বিজেপির ভোট সংগঠক 172 কোটি টাকা লুট করে মির্জাফোরের ভূমিকা পালন করেছে, কিন্তু কেন্দ্রীয় মোদি সরকার কোনো পদক্ষেপও নেয়নি। এই বিপুল অর্থ লুটপাটের বিপরীতে পশ্চিমবঙ্গের বিজেপি দুর্নীতিবাজ নেতারা।

    *"সুতরাং, আমার প্রিয় বন্ধুরা, বুঝুন যে পশ্চিমবঙ্গ একটি ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে, এবং এখানকার রাজনীতি খুবই নোংরা। এখানে বিশ্বাস করার কেউ নেই, ভরসা করার কেউ নেই। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, এবং শোনার কেউ নেই। তাদের কণ্ঠস্বর ঈশ্বর আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন।" ভালো থাকুন সবাই*👏

  8. 2,000 টাকা পাত্র শুভেন্দু কে ধোঁকা দিয়েছে। তাই ওর মাথায় মাল উঠে গেছে

  9. বাতেল বাজ। ওই দলটা 21 বছর করে মমতা বন্দ্যোপাধ্যায় কে মা বলেছিল। এখন বেগম বলছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *