<p>ABP Ananda Live: রামনবমী পালন নিয়ে হুঁশিয়ারির সুরে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। রামনবমী পালনের প্রসঙ্গ তুলে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর নিশানা করেন তিনি। এদিন শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি।’ </p>
<p> </p>
<p><strong>রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড</strong></p>
<p>রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড । শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য । নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র মামলায় আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী। ‘প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে ১৫ কোটি টাকা দেন পার্থ চট্টোপাধ্যায়’। ‘সেই টাকা খরচ করা হয়েছিল পার্থ জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে’। নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে দাবি ED-র। </p>
<p><strong>যাদবপুরকাণ্ডে আরও এক ছাত্র গ্রেফতার</strong></p>
<div class="sub-blog-detail">
<p>যাদবপুরকাণ্ডে আরও এক ছাত্র গ্রেফতার । শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন, গ্রেফতার সৌপ্তিক চন্দ্র। যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌপ্তিক চন্দ্র।</p>
</div>
<p> </p>
Source link
‘মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি..’! রামনবমী পালন নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
