NOW READING:
রামনবমী পর বড় কর্মসূচির ডাক শুভেন্দুর, কী বললেন তিনি?
March 21, 2025

রামনবমী পর বড় কর্মসূচির ডাক শুভেন্দুর, কী বললেন তিনি?

রামনবমী পর বড় কর্মসূচির ডাক শুভেন্দুর, কী বললেন তিনি?
Listen to this article



<p>ABP Ananda Live: তমলুকের পর এবার রামপুরহাটে বিক্ষোভ কর্মসূচি শুভেন্দু অধিকারীর । রাজ্যজুড়ে সনাতনী সমাজের ওপর অত্যাচারের অভিযোগে বিক্ষোভ । আজ বাংলায় হিন্দুরা নেমে এসেছে ৬৭ শতাংশে’ । আর ঘুমিয়ে নেই হিন্দুরা, বাংলাদেশ দেখার পরে হিন্দুরা বাড়ি থেকে বেরোতে শুরু করেছে।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>গরমের মধ্যে জলসঙ্কট অব্যাহত হাওড়ার বিস্তীর্ণ এলাকায়&nbsp;</strong></p>
<p>&nbsp;</p>
<p>গরমের মধ্যে জলসঙ্কট অব্যাহত হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। বুধবার রাতে বিপর্যয়ের পর থেকে এখনও সারানো যায়নি ভূগর্ভস্থ পাইপলাইন। উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা এলাকার বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। তার জেরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার পরিবারকে। বুধবার রাতে, হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া ভাগাড়ের কাছে, ভূগর্ভস্থ পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা যায়। এরপরই, পদ্মপুকুর জল প্রকল্পের রিজার্ভার থেকে জল সরবরাহ বন্ধ রাখা হয়। গতকাল হাওড়া পুরসভা ও কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ করলেও ফের ধস নামায় পাইপ লাইনে ফাটল দেখা দেয়। এখনও জল সরবরাহ বন্ধ রয়েছে। হাওড়ার পাশাপাশি কলকাতা ও উত্তরপাড়া পুরসভা থেকে ট্যাঙ্কারে জল সরবরাহ করা হচ্ছে ওই বাইশটি ওয়ার্ডে।&nbsp;</p>



Source link