NOW READING:
‘উর্দি ছেড়ে ঝান্ডা ধরুন’, পুলিশকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির
November 8, 2024

‘উর্দি ছেড়ে ঝান্ডা ধরুন’, পুলিশকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির

‘উর্দি ছেড়ে ঝান্ডা ধরুন’, পুলিশকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির
Listen to this article


BJP News: ‘পুলিশ সরিয়ে দিলে ১৫ মিনিট তৃণমূল দলটা থাকবে না। তাই ভোটের লড়াই তৃণমূলের সঙ্গে নয়, পুলিশের সঙ্গে। পুলিশকে বলছি তৃণমূলের দালালি বন্ধ করুন। অশোক স্তম্ভের জায়গায় হাওয়াই চটির সিম্বল লাগিয়ে নিন, তৃণমূলের দালালি করতে হলে উর্দি ছেড়ে ঝান্ডা ধরুন’, আক্রমণ সুকান্তর। 

 

৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় হাঙ্গামা। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি। দু’পক্ষে তরজা, উত্তপ্ত বিধানসভার অভ্যন্তর। ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ফের উত্তাল হল জম্মু-কাশ্মীর বিধানসভা। এদিন শাসক ও বিরোধী বিধায়করা রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। এদিন বিজেপি বিধায়ক সুনীল শর্মার বক্তৃতার সময়, বিধায়ক শেখ খুরশিদরা ৩৭০ ধারা পুনর্বহালের দাবি জানায়। স্পিকার ১৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন।



Source link