NOW READING:
দ্বন্দ্ব ভুলে ২৬-র ভোটের লক্ষ্যে এককাট্টা বঙ্গ বিজেপি? বিধানসভায় হঠাৎ শুভেন্দুর কাছে দিলীপ
March 19, 2025

দ্বন্দ্ব ভুলে ২৬-র ভোটের লক্ষ্যে এককাট্টা বঙ্গ বিজেপি? বিধানসভায় হঠাৎ শুভেন্দুর কাছে দিলীপ

দ্বন্দ্ব ভুলে ২৬-র ভোটের লক্ষ্যে এককাট্টা বঙ্গ বিজেপি? বিধানসভায় হঠাৎ শুভেন্দুর কাছে দিলীপ
Listen to this article



<p>ABP Ananda live: বিজেপির নতুন রাজ্য় সভাপতি নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখন বিধানসভায় গিয়ে, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে, বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন দিলীপ ঘোষ। যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের দূরত্বের জল্পনা রাজ্য় বিজেপিতে দীর্ঘদিনের, সেই দুজনকে মঙ্গলবার বিধানসভায় এভাবে দেখে রাজ্য় রাজনীতির অলিন্দে নতুন গুঞ্জন…তাহলে কি বিজেপির রাজ্য় সভাপতি পদে দিলীপ ঘোষ ফিরতে পারেন? না কি বিজেপির রাজ্য় সভাপতি পদে কোনও চমক দেখা যাবে? যদিও, এসবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।</p>
<p>&nbsp;</p>
<p>অপেক্ষা, উদ্বেগের অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস। দীর্ঘ সাড়ে ন’মাস পর পৃথিবীর মাটিতে ছুঁলেন সুনীতা, তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরের উপর তাঁদের নিয়ে নামল SpaceX-এর Crew-9 মহাকাশযান। ওই মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরলেন NASA-র নিক হেগ এবং রাশিয়ার ROSCOSMOS-এর অলেকডান্ডার গরবুনভ।</p>
<p>মঙ্গলবারই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন সুনীতারা। দীর্ঘ ১৭ ঘণ্টার যাত্রা শেষে মঙ্গল-বুধ ভোররাত ৩টে বেজে ২৭ মিনিটে পৃথিবীতে এসে পৌঁছন তাঁরা। ফ্লোরিডা উপকূলে, আটলান্টিক মহাসাগরে নামে Crew-9 মহাকাশযানের ক্যাপসুলটি। নিরাপদে অবতরণের জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে প্যারাশুট দিয়ে ঝুলিয়ে নামানো হয় সেটিকে। সরাসরি জলে অবতরণ করে ক্যাপসুলটি।&nbsp;</p>



Source link