ABP Ananda Live: উত্তর ২৪ পরগনার বীজপুরে বিজেপি কর্মীকে ইট দিয়ে থেঁতলে খুনের চেষ্টা, অভিযোগের তির তৃণমূলের দিকে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাজু দে। অভিযোগ, গতকাল রাতে বাড়ি ফেরার সময়, ৩-৪ জন তৃণমূল কর্মী ওই বিজেপি কর্মীকে মারধর করে। ইট দিয়ে থেঁতলে মারার চেষ্টা হয়। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমসে ভর্তি করা হয়েছে বিজেপি কর্মীকে। রামনবমীর মিছিলে যোগ দেওয়ায় আক্রোশবশত হামলা, অভিযোগ বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। .
‘মিরর ইমেজ আছে, তালিকা প্রকাশ সম্ভব, মেনেছেন SSC-চেয়ারম্যান’, রাতভর সেখানেই ধর্না চাকরিহারাদের
চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেকে SSC ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নীচে ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, SSC ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস সেঁটে দিয়েছে বিধাননগর কমিশনারেট। নোটিসের তারিখ ২১ ফেব্রুয়ারি, নোটিসে লেখা, ২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত SSC ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। (SSC Scam)