ABP Ananda Live: ছাব্বিশে ধর্মই হাতিয়ার, হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়ার পর এবার হুগলিতেও হিন্দুত্ব নিয়ে প্রচার। হিন্দুত্বের বার্তা দিয়ে চুঁচুড়া শহরজুড়ে বিজেপির নামে ফ্লেক্স। ‘হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি চাই’, স্লোগান দিয়ে পোস্টার। ছাব্বিশের নির্বাচনে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বাঁকুড়ার পর এবার হুগলিতেও হিন্দুত্ব নিয়ে প্রচার। হিন্দুত্বের বার্তা দিয়ে চুঁচুড়া শহরজুড়ে বিজেপির তরফে ফ্লেক্স টাঙানো হয়েছে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কটাক্ষ, এটা বিজেপি-শাসিত রাজ্য নয়, পশ্চিমবঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি নয়, উন্নয়নের ভিত্তিতে ভোট হয়। বিজেপির পাল্টা জবাব, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে তৃণমূল, তাই বিজেপির সরকার প্রয়োজন। পোস্টারে লেখা, হিন্দু হিন্দু ভাই ভাই, ছাব্বিশে বিজেপি চাই।
বসন্তেই হাঁসফাঁস গরমে পুড়ছে বাংলা
বসন্তেই হাঁসফাঁস গরমে পুড়ছে বাংলা। গতকালের পর আজও দক্ষিণবঙ্গজুড়ে হট ডে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া–এই ৬টি জেলায়। পারদ ৪০ ডিগ্রি ছাড়াতে পারে।