NOW READING:
সেনারা ভারতের জন্য লড়াই করছেন, তারা আমাদের গর্ব। কোনও নিন্দাসূচক মন্তব্য কাঙ্খিত নয়:দিলীপ
May 15, 2025

সেনারা ভারতের জন্য লড়াই করছেন, তারা আমাদের গর্ব। কোনও নিন্দাসূচক মন্তব্য কাঙ্খিত নয়:দিলীপ

সেনারা ভারতের জন্য লড়াই করছেন, তারা আমাদের গর্ব। কোনও নিন্দাসূচক মন্তব্য কাঙ্খিত নয়:দিলীপ
Listen to this article



<p>ABP Ananda Live: মধ্যপ্রদেশের মন্ত্রীর প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। ‘সেনারা ভারতের জন্য লড়াই করছেন, তারা আমাদের গর্ব’। ‘তাদের সম্পর্কে কোনও নিন্দাসূচক মন্তব্য কাঙ্খিত নয়’। ‘বাকিটা সরকার ও আইন দেখবে’। ওরা ধর্ম দেখে মেরেছে, আমরা কি ধর্ম দেখব?’ ‘আমাদের কাছে সবাই সমান’। ‘সরকারি নীতির পক্ষে ওঁর এই মন্তব্য যায় না’। সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রীকে নিশানা দিলীপ ঘোষের।</p>
<p>&nbsp;</p>
<p><strong>৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার, এবার উপত্যকার অবন্তীপোরায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি ভয়ঙ্কর গুলির লড়াই !</strong></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;উপত্যকায় ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই ! জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরার ঘটনা। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় যৌথ অভিযান চালাচ্ছিল পুলিশ ও সেনা। সেইসময় উভয়পক্ষের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই শুরু হয়। অবন্তীপোরার নাদেল ও ত্রাল এলাকায় চলে এনকাউন্টার। যৌথবাহিনীর তরফে পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। গত ৪৮ ঘণ্টায় এটা দ্বিতীয় এনকাউন্টার।&nbsp;</p>
<p>সন্ত্রাসবাদের কোমর ভাঙতে ‘অপারেশন সিঁদুরের’ মধ্য়েই দিন দু’য়েক আগে কাশ্মীরে সেনা অভিযানে খতম হয় লস্কর-ই-তৈবা ও তার শাখা সংগঠন দ্য় রেজিস্ট্য়ান্স ফ্রন্টের ৩ জঙ্গি…। উদ্ধার হয় প্রচুর অস্ত্র।&nbsp;পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতিতে রাজি হলেও, লড়াই শেষ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। &nbsp;তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, "ঘরে (পাকিস্তানে) ঢুকে মারব আমরা, বাঁচার কোনও সুযোগই দেব না।" এই প্রেক্ষাপটেই দক্ষিণ কাশ্মীরে ‘অপারেশন কেল্লার’ চালায় নিরাপত্তা বাহিনী। আর দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এই ‘অপারেশন কেল্লার’-এই লস্কর ও তার শাখা সংগঠনের ৩ জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা।&nbsp;</p>



Source link