# Tags
#Blog

কাল স্বাস্থ্যভবনের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

কাল স্বাস্থ্যভবনের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ
Listen to this article



<p>ABP Ananda Live: স্যালাইনকাণ্ডে কাল স্বাস্থ্যভবনের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ। মঞ্চ বাঁধতে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>&lsquo;আমরা CBI চাইনি, রবিবার কেন হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের?&rsquo; একাধিক প্রশ্ন RG করের নির্যাতিতার পরিবারের</strong>&nbsp;</p>
<p>এদিকে, পুলিশের তদন্তে আস্থা নেই বলে গোড়া থেকেই জানিয়ে আসছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-এর তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাত পোহালেই যখন আর জি কর মামলায় সাজা ঘোষণা, তার আগে নির্যাতিতার মা-বাবা জানালেন, তাঁরা CBI তদন্ত চানইনি। বরং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলেন তাঁরা। পুলিশ এবং CBI-দু&rsquo;পক্ষই তদন্তে গাফিলতি করেছে বলে দাবি তাঁদের। (RG Kar Case Verdict) শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার আদালত তাকে সাজা শোনাবে। সর্বোচ্চ ফাঁসি অথবা সর্বনিম্ন যাবজ্জীবনের সাজা হবে তার। আর তার আগেই এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। জানালেন, সঞ্জয়ের সাজা হলেই হল না, তাঁদের লড়াই জারি থাকবে। CBI-এর সঙ্গে সরাসরি আর কোনও কথা বলবেন না, বরং আদালতের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন। (RG Kar Victims Family)</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal