NOW READING:
পার্থর অবস্থা হবে কিষেণজির মতো? আশঙ্কা বিজেপি সাংসদের
February 12, 2025

পার্থর অবস্থা হবে কিষেণজির মতো? আশঙ্কা বিজেপি সাংসদের

পার্থর অবস্থা হবে কিষেণজির মতো? আশঙ্কা বিজেপি সাংসদের
Listen to this article



<p>ABP Ananda Live: জীবন সংশয় রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের? তাঁর অবস্থা কিষেনজির মতো হতে পারে! এমনই আশঙ্কাপ্রকাশ করলেন বিজেপি সাংসদ, জ্য়োতির্ময় সিং মাহাতো। পার্থ চট্টোপাধ্য়ায়ের যথাযথ নিরাপত্তা চেয়ে রাজ্য়পালের কাছে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য আবার দাবি করছেন, পার্থর আড়ালেও অনেকে লুকিয়ে আছে, তাদেরও ধরতে হবে। পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ, বিজেপিই চক্রান্ত করছে না তো?</p>
<p>&nbsp;</p>
<p><strong>’লাইট সব ভাঙা …মদ খায় লোকে’ নিরাপত্তাহীনতায় ভুগছেন নিউটাউনের বাসিন্দা থেকে অফিসযাত্রী মহিলারা</strong></p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;রাজ্যের তথ্যপ্রযুক্তি কেন্দ্র নিউটাউন। ঝাঁ চকচকে অফিস পাড়ায় রোজ অন্তত ৫৫ হাজার আইটি কর্মী কাজের সূত্রে যাতায়াত করেন। সেখানেই টোটোয় করে বাড়ি ফিরতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি হয়েছে ১৪ বছরের কিশোরীর। টোটো চালকের&nbsp; স্ত্রীর বয়ানে উঠে এসেছে হাড়হিম করা ঘটনার বর্ণনা, যা স্বাভাবিকভাবেই ঘুম ওড়াবে মানুষের। কারণ যে নিউটাউনে ভয়াবহ পরিণতি হয় স্কুল ছাত্রীর, সেখানেই তো রাত-বিরেতে, নিঝুম সন্ধেয়, আলো-আঁধারি রস্তায় পথ চলা স্থানীয় বাসিন্দা থেকে নিত্য যাত্রীদের।</p>



Source link