NOW READING:
‘আইন মেনে প্রত্যেকে ঘরে অস্ত্র রাখুন’, বিতর্কিত মন্তব্য BJP বিধায়কের
April 11, 2025

‘আইন মেনে প্রত্যেকে ঘরে অস্ত্র রাখুন’, বিতর্কিত মন্তব্য BJP বিধায়কের

‘আইন মেনে প্রত্যেকে ঘরে অস্ত্র রাখুন’, বিতর্কিত মন্তব্য BJP বিধায়কের
Listen to this article



<p>ABP Ananda Live: ‘পুলিশের ওপর ভরসা নেই, আইন মেনে প্রত্যেকে ঘরে অস্ত্র রাখুন’। থানার কাছে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির। সোনামুখীতে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে মন্তব্য বিধায়কের। নিজের সুরক্ষা নিজেকে রাখতে হবে, পুলিশ সুরক্ষা দেবে না বলেও আক্রমণ তাঁর। বিধায়ক পাগল হয়ে গেছেন, পাল্টা কটাক্ষ শাসকদলের। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়ি পৌঁছলেন বিরোধী দলেনতা শুভেন্দু&nbsp;&nbsp;</strong></p>
<div id="67f8a3a17ed18f0d7b0e67e2" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়ি পৌঁছলেন বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি। দুই গোষ্ঠীর গন্ডগোলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়। রাস্তায় আগুন জ্বালানো হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মোথাবাড়িকাণ্ডের প্রতিবাদে এর আগে কাঁথিতে মিছিল করেন বিরোধী দলনেতা।&nbsp;</p>
</div>
</div>
<div id="67f8986bc51e270fea788922" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time">&nbsp;</div>
</div>
</div>



Source link