NOW READING:
দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে, বালুরঘাটে মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ
April 20, 2025

দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে, বালুরঘাটে মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ

দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে, বালুরঘাটে মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ
Listen to this article



<p>ABP Ananda Live: মুর্শিদাবাদ-কাণ্ডের প্রতিবাদে, শনিবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে, বালুরঘাটে মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশের লাঠিচার্জ। ভবানীপুরে মিছিল করে বিজেপির যুব মোর্চা। মিছিলে পা মেলান- শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তাপস রায়রা।</p>
<p>&nbsp;</p>
<p><strong>’রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, অ্যাকশন চাই’, হুঙ্কার শুভেন্দুর, বললেন, ‘হিন্দু বাঁচাও, মমতা ভাগাও'</strong></p>
<p>শুভেন্দুর কথায়, ‘রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন ১০ হাজার হিন্দু। সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না। আমরা চাই শুধু অ্যাকশন। এদিন হুঙ্কার দিয়ে শুভেন্দুর বক্তব্য, ‘বৈষ্ণবনগরের ক্যাম্পকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। বলছে বাড়ি ফিরে যাও, ফিরবে কোথায়, সব পুড়িয়ে দিয়েছে। তৃণমূলের বিধায়ক, পুরপ্রধানের নেতৃত্ব সব পুড়িয়ে দিয়েছে। সিদ্দিকুল্লারা হিন্দুশূন্য করতে চায়’।&nbsp;</p>
<p>আরও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, &nbsp; ‘৩৩ শতাংশ এক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। হরগোবিন্দ-চন্দন দাসের সঙ্গে ওয়াকফের কী সম্পর্ক? সম্পর্ক একটাই ভোটব্যাঙ্ক, ছাব্বিশে ক্ষমতায় ফিরতে হবে। আগে বিক্রি হয়েছে চাকরি, এবার প্রশ্ন বিক্রির পথ খুলে গেছে’।&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link