<p>ABP Ananda LIVE : মুর্শিদাবাদ কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ সভা বিজেপির। গাইঘাটায় প্রতিবাদে বিজেপি। ‘মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করিয়েছেন’, বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের। </p>
<p> </p>
<p><strong>লক্ষ্য ২৬-এর নির্বাচন, শ্রমিক-কৃষকদের ডাকে ব্রিগেড সমাবেশ; কোন পথে বামেদের মিছিল? </strong></p>
<p>বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাতে ময়দানে নেমে পড়ছে সমস্ত রাজনৈতিক দল। রাজ্য জুড়ে মেরুকরণের গোলকধাঁধায় কার্যত মাটি পাচ্ছে না বামেরা। এরই মধ্যে এবার, শ্রমজীবী মানুষকে পাখির চোখ করে, রবিবার, শ্রমিক, কৃষক, খেতমজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে বামেদের ব্রিগেড সমাবেশ। শনিবার তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। সন্ধেয় ব্রিগেড প্রস্তুতি পরিদর্শনে যান সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, "মানুষের বেঁচে থাকার যে লড়াই চলছে সেটাই আমাদের ব্রিগেড সমাবেশের মূল বার্তা। তাঁদের দাবি নিয়েই হবে ব্রিগেড সমাবেশ।”<strong><br /></strong></p>
Source link
‘মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা করিয়েছেন’, বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের
