<p>ABP Ananda Live: ‘অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী যাননি প্রথম কথা, অক্সফোর্ডের কোনও একটি কলেজ, তার নাম হচ্ছে কেলগ কলেজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনও ডিপার্টমেন্ট থেকে তাঁকে বক্তব্য দেওয়ার জন্য ডাকেনি। ডাকতে পারে হয়ত ভবিষ্যতে, তখন যাবে উনি। সাধারণ মানুষ ওখানে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছে। যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে ঘুরছে, তাঁরাই করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে বাংলার মান-সম্মান ডুবিয়ে এসেছেন’। বললেন সুকান্ত। </p>
<p> </p>
<p>দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। মূলত এদিন কেলগ-কাণ্ডে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর তোপের মুখে দলের একাংশ। তিনি এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আপনাদের লোকে চিনেছে। বড় পদ পেয়েছেন। তাহলে দলনেত্রীর অসম্মানে মুখে কুলুপ এঁটেছেন কেন? ‘ বড় প্রশ্ন দেবাংশুর। এর পরেই সৌগত রায় বলেন, ‘আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত।'</p>
<p>’মমতার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আহত, আগেও বিবৃতি দিয়েছি। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্ষতি হবে না। ১০ জন এসএফআই, ৫ জন বিজেপি অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত’, দেবাংশুর উল্টো সুর সৌগত রায়ের। ‘মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না, নির্দেশ দিলে একদিনের নোটিসে বিক্ষোভ হত। ১০টি ছেলে কী করেছে তার কোনও গুরুত্ব নেই’, প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের।</p>
Source link
যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে ঘুরছে সেই প্রশ্নই মুখ্যমন্ত্রীকে করেছে’, বললেন সুকান্ত
