‘রাতের বেলায় যেভাবে ধরে ধরে…’, বাংলাদেশ ইস্যুতে সংসদে বিস্ফোরক অভিযোগ BJP সাংসদের

Estimated read time 1 min read
Listen to this article



<p><strong>নয়াদিল্লি :</strong> দিন দিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বাড়ছে। এই পরিস্থিতিতে আজ সংসদে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্য়াচারের প্রসঙ্গ তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উঠল পশ্চিমবঙ্গের প্রসঙ্গও। পাল্টা কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে সরব হল তৃণমূল। এরই মাঝে বাংলায় রোহিঙ্গাদের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য।</p>
<p>বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি এখন এমনই ভয়ঙ্কর যে অত্য়াচারের হাত থেকে বাঁচতে ভক্তদেরকে ধর্মীয় চিহ্ন গোপন করার পরামর্শ দিয়েছে ইসকন। আর এই পরিস্থিতিতে বারবার মঙ্গলবার সংসদে বাংলাদশে হিন্দুদের ওপর অত্য়াচারের প্রসঙ্গ তুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও। তিনি বললেন, "বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে। তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। আর্থিকভাবে তছরুপ করা হচ্ছে। রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে। কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে। এপারে এসেও তাদের শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। সরকারি মদতে হচ্ছে। এপারের সরকার পর্যন্ত দর্শক হয়ে যাচ্ছে। সরকারি সম্পদ তছনছ করছে। মন্দির ভাঙা হচ্ছে। বেলডাঙা ইস্যুকে কেন্দ্র করে যেভাবে বাংলার বিভিন্ন জায়গায়- হাওড়া, উলুবেড়িয়ায় অশান্তি ছড়াচ্ছে সরকারি মদতে।"</p>
<p>বাংলাদেশে হিন্দুদের ওপর অত্য়াচার যত বাড়ছে, ইউনূস সরকারের বেপরোয়া মনোভাবও ততই সামনে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে কার্যত হুঙ্কারের সুরে লিখেছেন, শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণনীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের।</p>
<p>এই পরিস্থিতিতে বারবার একটাই প্রশ্ন জোরাল হচ্ছে, হিন্দু নিধন বন্ধ করতে ইউনূস সরকারের বিরুদ্ধে কি পদক্ষেপ করবে মোদি সরকার ?</p>
<p>এদিন এই ইস্যুতে সংসদে সরব হলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যও। তিনি অভিযোগ করেন, ‘সল্টলেকে সাহা ইনস্টিটিউটের পাশে রোহিঙ্গাদের ডেরা। পরমাণু শক্তি মন্ত্রক অনুমোদিত সংস্থার পাশে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা রয়েছে। বিধাননগর কমিশনারেটে জানিয়েও লাভ হয়নি। অনুপ্রবেশকে মদত দিচ্ছে তৃণমূল সরকার। রাজ্যে রোহিঙ্গাদের স্বাগত জানানো হচ্ছে।’&nbsp;</p>
<p><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a></strong></p>



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours