NOW READING:
Separate North Bengal Claim: ফের বাংলা-ভাগের দাবি, পৃথক উত্তরবঙ্গ চেয়ে বিধানসভায় সরব বিজেপি বিধায়ক
February 20, 2025

Separate North Bengal Claim: ফের বাংলা-ভাগের দাবি, পৃথক উত্তরবঙ্গ চেয়ে বিধানসভায় সরব বিজেপি বিধায়ক

Separate North Bengal Claim: ফের বাংলা-ভাগের দাবি, পৃথক উত্তরবঙ্গ চেয়ে বিধানসভায় সরব বিজেপি বিধায়ক
Listen to this article


কলকাতা: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর তার আগে ফের বাংলা ভাগের দাবি উঠল। রাজ্য বিধানসভায় পৃথক উত্তরবঙ্গের দাবি জানালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁর দাবি, উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি। উন্নয়ন করতে না পারলে পৃথক করে দেওয়া হোক। উত্তরবঙ্গের মানুষও তা চান বলে দাবি শিখার। সেই ফের রাজ্য রাজনীতি তেতে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। 

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা। তাঁর বক্তব্য, “উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত। উত্তরবঙ্গের মানুষের দাবি, হয় উন্নয়ন করুন, না হলে আমাদের আলাদা করে থাকতে দিন। উত্তরবঙ্গের মানুষ চান আলাদা হোক উত্তরবঙ্গ।”

সবিস্তার আসছে

আরও দেখুন



Source link