কলকাতা: প্রয়াত পঙ্কজ দত্তকে (Pankaj Dutta) পুলিশি হেনস্থার অভিযোগে বড়তলা থানায় অবস্থান। পুলিশি হেনস্থার অভিযোগে বিজেপি বিধায়করা অবস্থানে সামিল হয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের অবস্থান। ৩০ নভেম্বর বারাণসীর হাসপাতালে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর মৃত্যু হয়েছিল। বারাণসীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর।
পঙ্কজ দত্তর অসুস্থতার জন্য সম্প্রতি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, মমতার সমালোচনা বার বার সরব হয়েছেন পঙ্কজ। পুলিশের গাফলতি নিয়ে সরব হয়েছেন তিনি। সেই নিয়ে লাগাতার তাঁকে হেনস্থা করা হচ্ছিল। মমতার পাশাপাশি, কলকাতা পুলিশও পঙ্কজের শারীরিক অবস্থার অবনতির জন্য দায়ী বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু।
রাজ্যের বিভিন্ন ইস্যুতে কোনও গাফিলতি দেখলেই সরব হয়েছেন। এবিপি আনন্দর ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’-শোয়ের একের পর এক পর্বে তাঁর প্রতিবাদী কণ্ঠ রাজ্যজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। চাঁচাছোলা ভাষায় শাসকের ত্রুটি ধরিয়ে দিতে কখনো পিছপা হননি রাজ্য পুলিশের প্রাক্তন এই কর্তা। আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন অন্যদের ত্রুটিও। সেই কণ্ঠস্বর আর শোনা যাবে না। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন এবিপি আনন্দ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে।
বহু প্যানেলে পঙ্কজ দত্তের সহবক্তা তো ছিলেনই, ব্যক্তিগতভাবেও সুসম্পর্ক ছিল অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। স্বভাবতই এই খবরে শোকপ্রকাশ করে অধ্যাপক বলেছিলেন, “পঙ্কজদা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবেন ভাবতে পারিনি। আমার বারবার মনে হচ্ছে, মানুষটা শেষ হয়ে গেল, না আমরা শেষ করে দিলাম। আমার বারবার মনে হচ্ছে, মানুষটাকে বোধহয় আমরা শেষ করে দিলাম। এই মানুষটা আরও সৎভাবে-সাহসের সঙ্গে বলবার আরও হয়তো সময় পেতেন। কিন্তু, সেই সময়টা আমরা দিলাম না তাঁকে। আমার বারবার মনে হচ্ছে, এই মানুষটা যে সততার সঙ্গে পুলিশ অফিসার হিসাবে কাজ করেছিলেন, যে সততার সঙ্গে তিনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, যে সততার সঙ্গে তিনি তাঁর বক্তব্য সমাজে রাখতেন, সেটা হয়তো আরও দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ ছিল। কিন্তু, আমাদের সমাজ-ব্যবস্থা তাঁকে গলা টিপে মারল বলেই আমি মনে করি। ওই রকম একটা সৎ মানুষ, আমি যখন কো-প্যানেলিস্ট হিসাবে দেখতাম, একটা মানুষের যদি কর্মজীবনে ১০০ শতাংশ সততা না থাকে, তাহলে অত সততার সঙ্গে প্যানেলে বলতে পারেন না। চাপের কাছে মাথা নত করেননি।”
আরও দেখুন