জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছেন শুভেন্দু অধিকারী তখনই পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তাঁর আস্থাভাজন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। ফলে বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর কাছে তাপসীর দলত্যাগ এক জোর ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েই চরম সিদ্ধান্ত! অধিনায়ক বললেন, ‘আপনাদের জানিয়ে দিই…’
বঙ্গ বিজেপিতে ভাঙন তো বটেই তাপসীর তৃণমূলে যোগদান হল শুভেন্দু অধিকারীর জেলায় ভাঙন। শুভেন্দু অধিকারীর হাত ধরে ২০২০ সালে সিপিএম থেকে বিজেপিতে এসেছিলেন তাপসী মণ্ডল। ২০২১ সালে বিজেপির টিকিটে লড়াই করে বিজেপির বিধায়ক হন তাপসী। সেই তাপসীই এবার শুভেন্দুর হাত ছেড়ে দিলেন। শুভেন্দু অধিকারীর জেলা
বলে পরিচিত পূর্ব মেদিনীপুর। সেই জেলা সংগঠনে এক বড় ধাক্কা হয়ে গেল। তৃণমূল কংগ্রেস বারবার দাবি করে থাকে বিজেপির বহু বিধায়ক তৃণমূলে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছেন। সেইদিক থেকে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস আঘাত হানল একেবারের শুভেন্দু অধিকারীর খাস তালুকেই।
তাপসী মণ্ডলের তৃণমূলে যোগদান নিয়ে অরূপ বিশ্বাস বলেন, বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের বিশ্বাস, ভরসা, আস্থা হলেন মমতা। চুরানব্বইটা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে সকলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই সর্বভারতীয় ক্ষেত্রে বাংলা শীর্ষ স্থানের দিকে এগিয়ে চলেছে। তাই মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল চিন্তা করেছেন মানুষের পাশে থেকে যদি মানুষের কাজ করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞেই সামিল হতে হবে। তাই উনি আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
তৃণমূলে যোগদান করে তাপসী মণ্ডল বলেন, যেভাবে বিভাজনের রাজনীতি চলছে তাতে বাংলার মানুষ সেই বিভাজনের রাজনীতি প্রত্যাখান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ণের কাজ করাই আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি মেনে নেওয়া আমার জন্য কঠিন হয়ে উঠছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করেও কোনও কাজ হচ্ছিল না। তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে, হলদিয়ার উন্নয়ন করতে আমি তৃণমূলে যোগ দিলাম। আশাকরি হলদিয়া সহ পূর্ব মেদিনীপুরের উন্নয়নে সহায়তা করতে পারব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)